দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের মেট্রো লাইনে আত্মহত্যা। ঘটনাকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় অফিস টাইমে মেট্রো স্টেশনের অন্দরে। মেট্রোর মোটরম্যান সকাল ৯টা ৪৭ মিনিট নাগাদ এব্যাপারে কর্তৃপক্ষকে রিপোর্ট করেন। এদিকে মেট্রোর লাইনে দেহ উদ্ধারের ঘটনার জেরে কিছুক্ষণের জন্য় মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে। সূত্রের খবর, দেহ উদ্ধারের জন্য সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ লাইনে পাওয়ার ব্লক করা হয়। রবীন্দ্র সরোবর ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যবর্তী একটি জায়গায় সুড়ঙ্গের মধ্যে পাওয়া ওই মৃতদেহ একাধিক প্রশ্ন তুলে দিল। যাঁর দেহ উদ্ধার হয়েছে তিনি মেট্রোর কর্মী নন। তাহলে তিনি টানেলের মধ্যে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্য়ে প্রায় ১ কিলোমিটার গেল কীভাবে?সূত্রের খবর, একেবারে অফিস টাইমে থমকে যায় মেট্রো পরিষেবা। রবীন্দ্র সরোবর স্টেশনের কাছে এক যাত্রী মেট্রো লাইনে ঝাঁপ দেন বলে খবর। রবীন্দ্র সরোবর ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মাঝে তাঁর দেহ পাওয়া যায়। এদিকে দেহ তোলার জন্য ৪৫ মিনিট ধরে আংশিক বন্ধ ছিল মেট্রো রেল। ৪৫ মিনিট পরে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা সেই সময়ের জন্য় স্বাভাবিক ছিল। তবে দেহ তুলে নেওয়ার পরে ফের মেট্রো পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়েছে। এদিকে মেট্রো স্টেশনের সর্বত্র সিসি ক্য়ামেরা রয়েছে। সেক্ষেত্রে দেখা হচ্ছে এটা আত্মহত্যা নাকি অন্য কোনও ঘটনা হয়েছে। দুটি স্টেশনের মাঝে দেহটি কীভাবে গেল সেটা দেখা হচ্ছে। মোটরম্যান দেহটি দেখতে পান। ৯টা বেজে ৪৭ মিনিট নাগাদ এটার ব্যাপারে রিপোর্ট করা হয়। তবে দেহটি কার সেটা বোঝা যায়নি। দেহটিকে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি কীভাবে সকলের নজর এড়িয়ে আত্মহত্যা করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে মেট্রো লাইনে আত্মহত্যা রুখতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরেও এই ঘটনা। হারিয়ে গেল একটি প্রাণ।