Breaking News

দার্জিলিংয়ে পর্যটকদের দাদাগিরি!চালকের উপর অস্ত্র দিয়ে হামলার অভিযোগ,সিংমারিতে গ্রেফতার পঞ্জাবের পাঁচ পর্যটক

নিজস্ব সংবাদদাতা :-শৈলরানি দার্জিলিং-এ বেড়াতে এসে পাহাড়ের গাড়ির চালকের সঙ্গে সংঘর্ষে জড়ালেন ভিন রাজ্যের পর্যটকরা ৷ দার্জিলিংয়ে রক্তারক্তি কাণ্ড ৷ পাহাড়ের ওই গাড়ি চালককে চাকু মারার অভিযোগ এক দল পর্যটকদের বিরুদ্ধে ৷ ঘটনায় ৫ পর্যটককে গ্রেফতার করেছে দার্জিলিং সদর থানার পুলিশ । তাঁরা সকলেই পঞ্জাবের বলে জানা গিয়েছে ৷ ধৃতদের শনিবার দার্জিলিং জেলা আদালতে তোলা হয়।স্থানীয় সূত্রে খবর, পঞ্জাব থেকে গাড়ি নিয়ে দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন পাঁচ জনের একটি পর্যটকের দল। শুক্রবার দার্জিলিঙের সিংমারির কাছে ফাটক এলাকায় গাড়ি ঘোরানোর সময় স্থানীয় এক গাড়িচালকের সঙ্গে পর্যটকদের বচসা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চরম বাগ্‌বিতণ্ডা হয়েছিল। সেখান থেকে হাতাহাতি শুরু হয়। তখন পর্যটকদের মধ্যে একজন গাড়ি থেকে ধারালো অস্ত্র বার করেন। তিনি গাড়িচালকের আঙুলে কোপ বসিয়ে দেন। আহত ওই যুবক সেখানকার গাড়িচালকদের সংগঠনকে বিষয়টা জানান। তার পরে ঘটনাস্থলে পৌঁছে যায় দার্জিলিং সদর থানার পুলিশ৷ তারা পাঁচ পর্যচককেই গ্রেফতার করেছে।পুলিশি জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়, অভিযুক্ত পাঁচ পর্যটককের বাড়ি পঞ্জাবের চণ্ডীগড়ের বাসিন্দা। ধৃতদের নাম সুকজিৎ সিংহ, লখিন্দর সিংহ, হর্ষবিন্দ্র সিংহ, পরবেন্দ্র সিংহ এবং মনদ্বীপ সিংহ। শনিবার ধৃতদের দার্জিলিং জেলা আদালতে হাজির করানো হয়।
দার্জিলিং জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ধীরাজ দাস বলেন, ‘‘গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয় গাড়িচালকদের মধ্যে বচসার হয়৷ পর্যটকদের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিতে আঘাতের অভিযোগ রয়েছে৷ অভিযোগের ভিত্তিতে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *