Breaking News

মিলল আগুনে ঝলসানো ৮ দেহ, মৃত্যপুরী আনন্দপুর! নিখোঁজ বেড়ে ২৫,উদ্বিগ্ন পরিবারের সদস্যদের সঙ্গে কথা অরূপ বিশ্বাসের

প্রসেনজিৎ ধর,কলকাতা :- আনন্দপুর অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৮ জনের দেহের হদিস মিলল বলে জানাল প্রশাসন| পাশাপাশি, বেড়েছে নিখোঁজের সংখ্যা৷ পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত ২৫ জনের নিখোঁজ সংক্রান্ত তথ্য নথি বদ্ধ হয়েছে। অগ্নিদগ্ধ দেহগুলি সম্পূর্ণ ঝলসে গিয়েছে বলে শনাক্ত করার পরিস্থিতি নেই বলে জানিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে মধ্যে ১৭ জন কর্মী ডেকরেটার্স সংস্থার এবং বাকি ৩ জন মোমো প্রস্তুতকারী সংস্থার |যে সব পরিবার এখনও পর্যন্ত নিখোঁজের তথ্য লিখিয়েছেন, তাঁদের সকলকে আগামিকাল, মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় গিয়ে DNA দেওয়ার জন্য জানানো হচ্ছে পুলিশের তরফে। DNA পরীক্ষার মধ্যে দিয়ে দেহ সনাক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।সময় যত গড়াচ্ছে, ততই স্বজনহারাদের ভিড় বাড়ছে ঘটনাস্থলে। হাহাকার সর্বত্র। ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। কীভাবে ভয়াবহ এই অগ্নিকাণ্ড তা সরজমিনে খতিয়ে দেখেন। কথা বলেন দমকল আধিকারিকদের সঙ্গেও। পাশাপাশি উদ্বিগ্ন পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন অরূপ বিশ্বাস।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ”আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে ভিতরে ধোঁয়া থাকায় দমকল আধিকারিকদের ঢুকতে সমস্যা হচ্ছে।” তবে এখনও পর্যন্ত কীভাবে ভয়াবহ এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলে আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস। পাশাপাশি ফরেনসিকও গোটা ঘটনা তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে বেশ কয়েক ঘণ্টা কেটে গিয়েছে এখনও পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিকের খোঁজ নেই। মন্ত্রী বলেন, ”ধোঁয়া থাকায় ভিতরে ঢুকতে সমস্যা হচ্ছে। সেখানে পৌঁছানো গেলে বোঝা যাবে।”সোমবার ভোর রাত ৩টে নাগাদ আগুন লাগে আনন্দপুরের নাজিরাবাদের শুকনো খাবারের গুদামে৷ আনন্দপুরের নাজিরাবাদের ওই গুদামে মূলত শুকনো, প্যাকেটজাত খাবার মজুত করা থাকত। মজুত রাখা হত ঠান্ডা পানীয়ের বোতলও। কী ভাবে সেখানে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, গুদামের ভিতরে থাকা কর্মীদের গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এই ঘটনা ঘটে৷ দ্রুত ছড়িয়ে পড়ে আগুন৷ পর পর দু’টি গুদামে আগুন লেগেছিল। মধ্যরাতে গুদামে ধোঁয়া দেখতে পেয়ে কয়েক জন দমকলকে খবর দেন।সরু গলির ভিতরে গুদাম হওয়ায় প্রাথমিক ভাবে দমকলকে আগুন নেভানোর জন্য সমস্যায় পড়তে হয়েছিল। লম্বা পাইপ এনে জল দিতে হয়। বিকেলের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *