Breaking News

‘আমি তোমাদেরই লোক…’,অভিষেকের সেবাশ্রয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করালেন স্ত্রী রুজিরা, ডায়মন্ড হারবারের শিবিরে এই প্রথম সাংসদ পত্নী!

দেবরীনা মণ্ডল সাহা :- সাধারণতন্ত্র দিবসে এক অন্য ছবি দেখা গেল ডায়মন্ড হারবারে। স্বামীর সংসদীয় কেন্দ্রে আয়োজিত স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সোমবার ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’ শিবিরে আচমকাই উপস্থিত হন তিনি। শুধু পরিদর্শনই নয়, সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে নিজের স্বাস্থ্য পরীক্ষাও করান অভিষেক-জায়া।
ডায়মন্ড হারবার লোসকভায় সেবাশ্রয়ের দ্বিতীয় পর্ব চলছে। সোমবার ডায়মন্ড হারবার এসডিও মাঠে সেবাশ্রয়ের মডেল ক্যাম্পে গিয়েছিলেন রুজিরা। এ বারই প্রথম স্বাস্থ্য পরিষেবা শিবিরে সশরীরে উপস্থিত হলেন অভিষেক-জায়া। রুজিরা পৌঁছেছেন শুনে সেবাশ্রয়ে পরিষেবা নিতে আসা রোগীরাও তাঁকে ঘিরে ধরে নিজস্বী তোলেন। বেশ খানিকক্ষণ শিবিরে ছিলেন তিনি। উল্লেখ্য, এবারই প্রথম ডায়মন্ড হারবারের মডেল ক্যাম্পটি দোতলা করে গড়ে তোলা হয়েছে।সোমবার ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’ শিবিরে আচমকাই উপস্থিত হন তিনি। শুধু পরিদর্শনই নয়, সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে নিজের স্বাস্থ্য পরীক্ষাও করান অভিষেক-জায়া।
বর্তমানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’ প্রকল্পের দ্বিতীয় পর্ব চলছে। এই উপলক্ষ্যে ডায়মন্ড হারবার এসডিও মাঠে তৈরি করা হয়েছে একটি বিশেষ দোতলা মডেল ক্যাম্প। সোমবার সেখানেই পৌঁছে যান রুজিরা। এই প্রথমবার ডায়মন্ড হারবারের কোনও স্বাস্থ্য পরিষেবা শিবিরে সশরীরে উপস্থিত হলেন তিনি। রুজিরা শিবিরে পৌঁছেছেন শুনেই সেখানে পরিষেবা নিতে আসা রোগী ও স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই তাঁকে ঘিরে ধরেন। সাধারণ মানুষের আবদার মেটাতে হাসিমুখে তাঁদের সঙ্গে নিজস্বীও (সেলফি) তোলেন তিনি। বেশ কিছুক্ষণ তিনি ওই শিবিরে সময় কাটান এবং পরিষেবার মান খতিয়ে দেখেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *