প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূল ও বিজেপির সংঘর্ষের জেরে আজও উত্তপ্ত বেহালার শখেরবাজার এলাকা ৷ রবিবার বিজেপি সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বক্তব্য রেখে চলে যাওয়ার পরই তৃণমূলের কর্মী-সমর্থকরা সভামঞ্চ ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেছে বিজেপি ৷ এরই প্রতিবাদে সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতত্বে ঠাকুরপুকুর থানায় ডেপুটেশন জমা দেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ যদিও শাসকদলের অভিযোগ, তাদের ক্লাবে ঢুকে তাণ্ডব চালিয়েছে বিজেপি ৷এই ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পালটা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, “প্রায় ১০ বছর ধরে এই টুর্নামেন্ট চলছে ৷ আমি বেহালা পূর্বের বিধায়ক হওয়ার পর থেকেই এই খেলা দেখছি ৷ আমি আজ রেডি হয়ে এসেছিলাম এই খেলার ফাইনাল দেখতে ৷ এর মধ্যেই শুনি, বিজেপির কিছু ছেলে বড়িশা ক্লাবের ভেতরে ভাঙচুর চালিয়েছে ৷ এই টুর্নামেন্ট বেহালা পূর্বের একটা গর্বের বিষয় ৷ আমি মনে করি, এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট যাতে না-হতে পারে, সেজন্যই এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে ৷ কিন্তু বিজেপি জানে না, বাংলায় আমরা তৃণমূল করি ৷ ওরা যত হামলা করবে, আমরা তত কঠিন হব ৷”এদিকে, ঘটনার প্রতিবাদে সরব হয় গেরুয়া শিবিরও ৷ দোষীদের শাস্তির দাবিতে সোমবার বিকেল পাঁচটায় শখেরবাজার পেট্রল পাম্প থেকে একটি মিছিল করে ঠাকুরপুকুর থানায় ডেপুটেশন জমা দিতে যান শুভেন্দু অধিকারীরা । বিজেপির অভিযোগ, সভা শেষ হওয়ার একটু পরেই তৃণমূলের একদল কর্মী সমর্থক হঠাৎ করেই সভাস্থলে ঢুকে পড়ে । তাঁদের সভাস্থলে উপস্থিত কর্মী সমর্থকরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় । তৃণমূলের কর্মীরা ভাঙচুর চালাতে থাকে । আগুন ধরিয়ে দেয় ৷ এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায় ডায়মন্ড হারবার রোড ।
Hindustan TV Bangla Bengali News Portal