প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তি কাটল না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে কোনও হস্তক্ষেপ নয়। তবে ইডিকে আইন মেনে কাজ করতে হবে, আইনের বাইরে কাজ কিছু করা যাবে না বলেও জানিয়েছে দেশের শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি সঞ্জীব খন্নার ডিভিশন বেঞ্চ অভিষেকের মামলার শুনানি হয়।প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই–ইডি তাঁর বিরুদ্ধে তদন্ত চালাতে পারবে বলে আজ, শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে কোনও হস্তক্ষেপ নয়। তবে ইডিকে আইন মেনে কাজ করতে হবে। আইনের বাইরে কাজ কিছু করা যাবে না।এদিকে আজ, শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দেন। একক বেঞ্চ তদন্তে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, একক বেঞ্চ ইডির তদন্তে তদারকি করছে। তাই তাঁর মা, বাবাকেও জড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরই বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান ডায়মন্ডহারবারের সাংসদ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, দুই বেঞ্চের রায় একসঙ্গে করেই কাজ করতে হবে। ইডিকে আইন মেনেই প্রত্যেক পদক্ষেপ করার কথা বলা হয়েছে।