প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ নিয়ে বুধবার কুমন্তব্য করেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছিলেন, গোটা বাংলা যখন দুর্নীতিতে আক্রান্ত, তখন মুখ্যমন্ত্রী মঞ্চে ‘ঠুমকা’ নাচছেন। মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি কেন্দ্রীয় মন্ত্রীর এই কুমন্তব্যের জেরে বৃহস্পতিবার লোকসভার পাশাপাশি উত্তাল হয়ে উঠল বিধানসভা কক্ষও।এই প্রতিবাদ সভা থেকে কুরুচিকর মন্তব্যের জেরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে আওয়াজ উঠল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বলেছিলেন, গোটা বাংলা যখন দুর্নীতিতে আক্রান্ত, তখন ‘সলমন খানের সঙ্গে মঞ্চে ঠুমকা লাগাচ্ছেন’। মহিলা মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রীর এই কুমন্তব্য করে আক্রমণের জেরে বৃহস্পতিবার লোকসভা উত্তাল হয়ে উঠল। এমনকী প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল বিধানসভাতেও। তারপরই ক্ষমা চাওয়ার দাবিতে এদিন হাজরা মোড়ে অভিনব প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। আজ দুপুরে হাজরা এলাকায় নাচের মাধ্যমেই কেন্দ্রীয় মন্ত্রীর ওই মন্তব্যের প্রতিবাদ জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা–সহ তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যারা। প্রত্যেকের কপালে কালো কালিতে ধিক্কার লেখা ছোট পোস্টার দেখা যায়। গানের সুরে সুরে নেচে কেন্দ্রীয় মন্ত্রীর ওই মন্তব্যের প্রতিবাদ জানান তাঁরা।চন্দ্রিমা বলেন, “একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা একজন নারীর প্রতি উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, এই অপসংস্কৃতি দেশের সঙ্গে খাপ খায় না। তারই প্রতিবাদে এই অভিনব বিক্ষোভ। দেখি মন্ত্রীর ঘুম ভাঙে কি না, ক্ষমা চান কি না। না হলে আমরা পরবর্তী পদক্ষেপ করব।”শশী পাঁজা বলেন, “নারীরা নরম মনের, তাই সকলে নারীদের আক্রমণ করতে চায়। কিন্তু সময় বদলেছে। বাংলা এই অপসংস্কৃতি বরদাস্ত করবে না। কেন্দ্রীয় মন্ত্রীকে নিজের কুমন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”এদিন এই দাবিতে উত্তাল হয়ে ওঠে বিধানসভাও। শাসকদলের তরফে মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর ঠুমকা মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় ধিক্কার জানান। পাল্টা হিসেবে বিজেপি বিধায়করা দাবি করেন, মন্ত্রাী এমন কোনও কথা বলেননি। এ প্রসঙ্গে বিরোদী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, “গিরিরাজ সিং ব্যক্তি আক্রমণ করেননি। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।”