প্রসেনজিৎ ধর :- একুশের নির্বাচনের আগে তৃণমূলে ফের ছন্দপতন| তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী | রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন দীনেশ| এদিন রাজ্যসভায় দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি আজ রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছি | আমার রাজ্যে অশান্তি হচ্ছে | আমরা সেখানে কিছু বলতে পারি না | কাজ করা সম্ভব হচ্ছিল না | আমি আমার মনের কথা শুনছি | বাংলায় গিয়ে মানুষের পাশে দাঁড়াব |’
দীনেশ ত্রিবেদীর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তাঁর তৃণমূল ত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে | তাহলে, ভোটের মুখে দীনেশও কি দলবদল করবেন? তবে দল ছেড়ে বিজেপি বা অন্য কোনও দলে যোগ দেবেন কিনা, সে বিষয়ে কোনও কিছু জানাননি প্রাক্তন রেলমন্ত্রী | প্রসঙ্গত,গতবারের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অর্জুন সিংয়ের কাছে হেরে যান দীনেশ| এরপরই রাজ্যসভায় তাঁকে পাঠায় তৃণমূল কংগ্রেস | অতীতে রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছিলেন দীনেশ |