প্রসেনজিৎ ধর, কলকাতা :- গড়িয়া-বিমানবন্দর মেট্রোর কাজ চলাকালীন কৈখালির কাছে সার্ভিস রোডের ফুটপাতের ধারে আংশিক ধস নামল। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ফুটপাতের যে অংশে ধস নেমেছে, তার ঠিক পাশেই রয়েছে একটি আবাসন এবং কিন্ডারগার্টেন স্কুলের গেট। স্কুলের গেটের সামনের অবস্থা এতটাই খারাপ যে, দুর্ঘটনার আশঙ্কায় এখন ওই প্রধান গেট ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। খুদে পড়ুয়াদের অন্য গেট দিয়ে ঢুকতে হচ্ছে। অভিযোগ, শুধু ফুটপাতেই ধস নামেনি, আবাসনের গেটের সামনের অংশেও ফাটল দেখা দিয়েছে। বাসিন্দাদের দাবি, ওই ফাটল আগে ছিল না। মেট্রোর কাজের খোঁড়াখুঁড়ির কারণেই হয়েছে।বিগত দিনে মেট্রোর কাজ চলাকালীন বৌবাজারে একাধিক দফায় ধস নেমেছে। যার জেরে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। তবে সেই সব বাধা কাটিয়ে ফের কাজ শুরু হচ্ছে সেখানে। এরই মাঝে অবশ্য এবার ধস আতঙ্ক দেখা দিল বিমাবন্দর রুটের মেট্রোর কাজ চলাকালীন। গড়িয়া-বিমানবন্দর রুটে কৈখালির কাছে এই ধস দেখা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, সার্ভিস রোডের পাশে ফুটপাতে আংশিক ভাবে ধস নেমেছে মেট্রোর কাজের জেরে। এদিকে যে ফুটপাতে ধস নেমেছে, তার পাশেই একটি আবাসন এবং কিন্ডারগার্টেন স্কুল আছে। এই আবহে স্থানীয় বাসিন্দারা এই ধসের জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন। জানা গিয়েছে, কিন্ডারগার্টেনের প্রধান ফটকের সামনের ফুটপাতে ধসের জেরে পরিস্থিতি এতটাই খারাপ যে সেই গেট ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এদিকে যে আবাসনটি সেখানে আছে, তার গেটের সামনের অংশে ফাটল দেখা দিয়েছে এই ধসের জেরে। দাবি করা হচ্ছে, মেট্রোর কাজের জন্যে যে খোঁড়াখুঁড়ির কাজ চলছে, তার জেরেই এই ধস নেমেছে। উল্লেখ্য, ভিআইপি রোডের ওপর কৈখালিতে মেট্রোর একটি স্টেশন হওয়ার কথা। সেই মতোই স্টেশন তৈরির কাজ চলছে। সার্ভিস রোডে সেই স্টেশনের কাজ চলছে। ইতিমধ্যেই স্টেশনের জন্যে স্তম্ভ বসানোর কাজ হয়ে গিয়েছে। বর্তমানে সার্ভিস রোড খুঁড়ে একটি নিকাশি নালা তৈরির কাজ চলছে। এদিকে সেই সার্ভিস রোডের পাশেই বেশ কয়েকটি আবাসন, দোকানপাট, অফিস, ব্যাঙ্ক, গাড়ির শোরুম, ক্যাফে, ছোটদের স্কুল রয়েছে। এই আবহে ফুটপাতে ধস নামায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অবশ্য, মেট্রোর ইঞ্জিনিয়াররা অভয় প্রদান করছেন। ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
Hindustan TV Bangla Bengali News Portal