দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- একশো দিনের কাজ সহ কেন্দ্রের কাছ থেকে একাধিক প্রকল্পে প্রায় কয়েক হাজার কোটি টাকা পায় রাজ্য৷ একাধিক অনুষ্ঠানে, বিভিন্ন কর্মসূচির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক প্রত্যেকের মুখেই বারবার শোনা গিয়েছে এই কথা৷ সেই বকেয়া টাকা পাওয়ার দাবি নিয়ে দিল্লিতে গত অক্টোবর মাসে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন অভিষেক সহ তৃণমূলের অন্য সাংসদ-বিধায়কেরা৷ পরে ধর্না দেন কলকাতায় রাজভবনের সামনেও৷ কিন্তু, তারপরেও হয়নি সুরাহা৷ এবার সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা৷ বললেন, ‘‘১৮, ১৯, ২০ এই তিন দিনের মধ্যে যে কোনও একদিন আমি সময় (প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার) চেয়েছি। এই তিন দিন আমি থাকব দিল্লিতে, তখন যদি সময় না দেয়, তাহলে দেখা যাবে।’’সংসদে চলছে শীতকালীন অধিবেশন। সেই অধিবেশনের শেষের দিকে তিনদিনেই এই সফরে যাচ্ছেন মমতা। এদিন বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা জানিয়েছেন, কয়েকজন সাংসদকে নিয়ে দিল্লি যাবেন তিনি। ১৮, ১৯ ও ২০ ডিসেম্বরের মধ্যে একদিন তিনি সময় চেয়েছেন মোদীর কাছে। তিনি বলেন, “বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা, গ্রামের রাস্তা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।” তাঁর দাবি, এই রাজ্য থেকে জিএসটি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রাজ্যের ভাগ দেওয়া হচ্ছে না। তাঁর কথায়, ওদের টাকা চাই না, অন্তত আমাদের ভাগের টাকা দিয়ে দিন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘চিঠি দিয়ে সময় চেয়েছি। সময় দিলে ভাল। না হলে যা করার করব।’গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লি গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁদের সঙ্গে দেখা হয়নি কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির। কার্যত খালি হাতেই ফিরতে হয় তাঁদের। পরে কলকাতায় এসে রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন অভিষেক সহ তৃণমূল নেতারা। সেই সময় অভিষেক বলেছিলেন, পরবর্তী ধাপে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি হতে পারে দিল্লিতে।
Hindustan TV Bangla Bengali News Portal