প্রসেনজিৎ ধর :-আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে আজ অযোধ্যা ধাম রেলস্টেশন এবং মহর্ষি বাল্মিকী নামাঙ্কিত নয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা থেকেই এদিন ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি ২টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা প্রধানমন্ত্রীর হাত ধরেই। ২টি অমৃত ভারতের একটি পেয়েছে বাংলা। মালদা থেকে বেঙ্গালুরু ছুটবে এই ট্রেন। শনিবার অযোধ্যা থেকে মালদা-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, ট্রেনটি মাত্র ৪৩ ঘণ্টাতেই মালদা থেকে বেঙ্গালুরু টার্মিনাসে পৌঁছে যাবে। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ছুটবে অত্যাধুনিক প্রযুক্তির এই ট্রেন। আপাতত সপ্তাহে একদিন চলবে অমৃত ভারত এক্সপ্রেস।
প্রতি শনিবার সকালে ট্রেনটি ছেড়ে গিয়ে রবিবার রাতে পৌঁছোবে বেঙ্গালুরুতে।অমৃত ভারত এক্সপ্রেসে ২২টি কামরা রয়েছে, যার মধ্যে সাধারণ কামরা থাকছে ৮টি। ট্রেনটি বেঙ্গালুরু থেকে মঙ্গলবার দুপুরে ছেড়ে বৃহস্পতিবার বেলা ১১টায় মালদা পৌঁছোবে। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা ছেতে যারাঁ মূলত চিকিতসা করাতে দক্ষিণ ভারতে যান, তাঁদের এই ট্রেনটি চালুর ফলে বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।অমৃত ভারত ছাড়াও ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই ৬ টি ট্রেনের রুট হিসেবে রয়েছে, শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা- নয়াদিল্লি, কোয়েম্বাটুর- বেঙ্গালুরু, জালনা- মুম্বই, অযোধ্যাধাম জংশন- দিল্লি (আনন্দ বিহার টার্মিনাল), ম্যাঙ্গালুরু- মাদগাঁও, অমৃতসর- দিল্লি। এতদিন দেশজুড়ে মোট ৩৪টি বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবায় যুক্ত ছিল, শনিবার থেকে সেই সংখ্যা বেড়ে হল ৪০।অমৃত ভারত এক্সপ্রেসে একাধিক যাত্রী সুবিধার দিকে নজর দিয়েছে রেল। ট্রেনটির সামনে ও পিছনে অর্থাৎ উভয় দিকেই লোকোমোটিভ যুক্ত করা হয়েছে। যা ট্রেনেটিকে দ্রুত গতি পেতে সাহায্য করবে, ফলে সফরের মোট সময় অনেকখানি কমে যাবে। ট্রেনটিতে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের কথা মাথায় রেখে বিশেষ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। পা দিয়ে সুইচ টিপেই এই টয়লেটে জলের ব্যবস্থা করতে সক্ষম হবেন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা। পাশাপাশি প্রথম বারের জন্য এই ট্রেনে ব্যবস্থা করা হয়েছে আধা স্থায়ী কাপলিং। যা ট্রেনের যাত্রীদের শক প্রুফ অভিজ্ঞতা প্রদান করবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে জানিয়েছেন, এই ট্রেন দুটি জেনারেল ও স্লিপার কোচ সম্বন্বিত হলেও, শীঘ্রই আসন্ন অমৃত ভারত এক্সপ্রেসে থাকবে এসি কোচও। ট্রেনটিতে যাত্রীরা একাধিক সুযোগ সুবিধা যেমন পাচ্ছেন, তেমনই স্লিপারে এই ট্রেনের ভাড়া রয়েছে বর্তমানের ট্রেনগুলোর তুলনায় ২৭শতাংশ বেশি। যদিও এই ভাড়া হবে বন্দে ভারতের তুলনায় অনেক কম।