দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাড়ছে কোভিড সংক্রমণ। ইতিমধ্যেই নতুন করে সারা দেশে বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। আর সেই আবহে শীঘ্রই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। তাই গঙ্গাসাগর মেলায় কোভিড সংক্রমণ রুখতে সতর্ক কলকাতা পুরসভা। আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা হতে চলেছে । সংক্রান্তির আগেই ভিন রাজ্য থেকে সাধুরা আসবেন শহর কলকাতায়। এই নিয়েই বৈঠক শেষে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, গঙ্গাসাগরের দর্শনার্থীদের মধ্যে যাদের শরীরে সামান্যতম উপসর্গ দেখা যাবে তাদের জন্য প্রিন্সেপ ঘাট-বাবুঘাট চত্বরে কোভিড টেস্টের বন্দোবস্ত থাকবে।হাজার খানেক সাধু আসেন কলকাতার বাবুঘাট, প্রিন্সেপ ঘাট চত্বরে। এদিকে ধীরগতিতে চোখ রাঙাতে শুরু করেছে করোনার সংক্রমণ। এ বার কুম্ভমেলা না থাকায় গঙ্গার ঘাটে পুণ্যস্নানে ভিড় বাড়বে বলেই মনে করছে প্রশাসন। কলকাতায় সাগরমেলায় তাই মাস্ক, স্যানিটাইজার ছাড়াও করোনা পরীক্ষা কেন্দ্র খোলা হবে। মেয়র ফিরহাদ হাকিমের কথায়, ‘‘থার্মাল গানে দেখা হবে দেহের উত্তাপ।
যাদের শরীরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, দেখা যাবে জ্বর-সর্দি কাশির মতো উপসর্গ তাদের মেডিক্যাল ক্যাম্পে এনে কোভিড টেস্ট করা হবে।’’ জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানিয়েছেন, করোনা এখন আর প্যানডেমিক নয়। এনডেমিক। ফি বছর অন্যান্য অসুখের মতোই করোনাও হবে। যে সমস্ত অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয় সেখানে কোভিড বিধি মানতে হবে।মেয়র ফিরহাদ হাকিমের জানিয়েছেন, থার্মাল গানে দর্শনার্থীদের দেহের উত্তাপ দেখা হবে। যাদের শরীরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে এবং জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ দেখা যাবে তাঁদের মেডিক্যাল ক্যাম্পে এনে কোভিড টেস্ট করা হবে। কোভিড মাথাচাড়া দিলেও এখনি আতঙ্কিত হতে বারণ করেছেন মেয়র। কোভিড চিকিৎসার জন্য বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা থাকবে। গুরুতর কোভিড আক্রান্তদের বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হবে। শহরে যৌথভাবে গঙ্গাসাগরের আয়োজন করে পুরসভা, পুলিশ, জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত দফতর।