দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নিরাপত্তাহীনতায় ভুগছেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার আবেদনও করেছেন বলে জানা যাচ্ছে। পুলিশ-প্রশাসন ও জেলার দলীয় নেতৃত্বকে এ বিষয়ে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ আরাবুলের। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভাঙড় দুই নম্বর ব্লকে একটি সভা ছিল। সেখানে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বক্তব্য রাখতে না দেওয়ায় বিক্ষোভের মুখে পড়তে হয় আরাবুলকে। দীর্ঘক্ষণ তিনি বিডিও অফিসে আটকেও থাকেন। অন্যদিকে পঞ্চায়েতে ভোটপর্বেও বিক্ষোভের মুখে পড়েছিলেন আরাবুল। আর তারপর থেকেই নিরাপত্তাহীনতা ভুগতে শুরু করেছেন তিনি। প্রত্যাহার করা হয়েছে পুরনো রক্ষীদের।
কমিয়ে দেওয়া হয়েছে ছেলের নিরাপত্তারক্ষীও। আর তাতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম! নিজের এবং ছেলের প্রাণহানির আশঙ্কা করছেন তিনি। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, ”আমাদের নিরাপত্তার বিষয়টি একটু দেখুন।” যদিও সেই আবেদন নিয়ে দল বা মুখ্যমন্ত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতার বক্তব্য, “আমি রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আমাদের জেলা নেতৃত্ব, আমাদের অবজারভারকে বারবার বলেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আমাদের নিরাপত্তার বিষয়টি দেখুন।” গত বৃহস্পতিবার ভাঙড় ২ নং ব্লকের এক অনুষ্ঠান ছিল। সেখানে এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকিকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে তাঁর অনুগামীরা আরাবুলকে ঘেরাও করেন। বিডিও অফিসে আটকে ছিলেন তিনি। এরপরই নিরাপত্তাহীনতার বিষয়টি নিয়ে সরব হয়েছেন আরাবুল।
Hindustan TV Bangla Bengali News Portal