দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজনীতিতে নয়া জল্পনা। অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এলেন সরসংঘপ্রধান মোহন ভাগবত। লোকসভা ভোটের চার মাস আগে ভিক্টরের বাড়িতে মোহন ভাগবতের সফর ঘিরে নয়া জল্পনা শুরু হয়েছে।আরএসএস কিংবা বিজেপির তরফে দাবি করা হচ্ছে, সবটাই সৌজন্য সাক্ষাৎকার। কলকাতায় এলে তিনি বিভিন্ন বিশিষ্টজনের সঙ্গে দেখা করেন বলে দাবি করেছেন বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। যদিও বছর ঘুরলেই লোকসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখেই শহরের বিশিষ্টজনদের সঙ্গে সঙ্ঘপ্রধানের এই সাক্ষাৎকার বলে মনে করছেন রাজনৈতিক পর্য়বেক্ষকরা।
এমন মনে করার যথেষ্ট কারণও রয়েছে।কারণ, অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে একসময় সক্রিয়ভাবে বিজেপি করতে দেখা যেত। ১৯৯১ সালের লোকসভা ভোটে তৎকালীন কলকাতার উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীও হয়েছিলেন তিনি। ৮৯হাজার ১৫৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন ভিক্টর।বিজেপি এবারে ফের তাঁকে লোকসভায় প্রার্থী করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে ভোটের মুখে অভিনেতার বাড়িতে সঙ্ঘপ্রধান যাওয়ার পর বিষয়টিকে ঘিরে গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।