দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-শীতে কাঁপছে শৈলশহর। সঙ্গী ঘন কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডা তিলোত্তমা কলকাতাতেও। বৃহস্পতিবার সকাল থেকে দেখা নেই সূর্যের। এমন আবহে রাজ্যের একাধিক জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর|আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বৃহস্পতিবার থেকে প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মেঘে ঢেকেছে আকাশ। দেখা নেই সূর্যের। ঘন কুয়াশা। এর মধ্যে বৃষ্টি হলে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।শুধু দক্ষিণবঙ্গ নয়, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হবে উত্তরেও। চলবে তুষারপাতও। ইতিমধ্যে দার্জিলিংয়ের উচু এলাকা তুষারপাত শুরু হয়েছে। তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে।অন্যদিকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্র এবং শনিবারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতাও কম।
ইতিমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রির নীচে। নতুন করে বৃষ্টি হলে একদিকে যেমন ঠান্ডার দাপট আরও বাড়বে তেমনই চাষে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৪.৩ ডিগ্রি। বুধবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২০.৩ এবং ১৩.৪। যা স্বাভাবিকের থেকে যথাক্রমে ৬ ডিগ্রি কম এবং ২ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ ও সর্বনিম্ন ৭১ শতাংশ।