Breaking News

হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা নওশাদদের!ভিক্টোরিয়া হাউসের সামনে সভা ‘নয়’

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা আইএসএফের। ভিক্টোরিয়া হাউসের সামনে করা যাবে না সভা। শুক্রবার সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে একথা জানাল ডিভিশন বেঞ্চ।আগামী ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ওইদিন তারা সভা করতে চান ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের সামনে। অর্থাৎ যেখানে তৃণমূলের শহিদ দিবসের সভা হয়, সেই জায়গাতেই সভা করতে চায় নওশাদ সিদ্দিকির দল। তাতে পুলিশের অনুমতি মেলেনি। তাই নওশাদের দল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। সিঙ্গল বেঞ্চ নওশাদ সিদ্দিকির দলকে সভার অনুমতি দেয়। পালটা ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, নওশাদদের সভা ভিক্টোরিয়া হাউজের সামনে করা যাবে না। ভিক্টোরিয়া বাদে কাছাকাছি অন্য জায়গায় সভা হতে পারে। বিচারপতি জয় সেনগুপ্তের শর্ত রেখে বাকি নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ।

গতবছর আইএসএফের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয় রানি রাসমণি রোডে। সেখানেই তুমুল গন্ডগোল হয়েছিল। এদিন সে প্রসঙ্গও ওঠে আদালতে। আগের বছর ওই অনুষ্ঠানে যে গোলমাল হয়েছিল, পুলিশ আক্রান্ত হওয়ার যে ঘটনা তা অস্বীকার করা যায় না বলেই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির।২১ জানুয়ারি একাধিক কর্মসূচি আছে বলে জানায় রাজ্য। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘কার র‌্যালি সকালে। আপনারা তো সব সামলাতে পারেন। শর্ত আরোপ করা হয়েছে। তাহলে সমস্যা কোথায়? আপনারা আগের বছরের কথা ভেবে আশঙ্কা প্রকাশ করেছেন।’নওশাদের আইনজীবীকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘আপনারা কি অন্য কোথাও এই সভা করতে চান?’ জবাবে নওশাদের আইনজীবী বলেন, “আমরা নিজেরা ভিডিয়োগ্রাফিও নিজেরাই করতে চাইছি। অন্য কোনও জায়গায় কেন যাব? রাজ্য ওই জায়গাতেই কেন করতে দিচ্ছে না? যেহেতু শাসকদল ওখানে সভা করে তাই অনুমতি দেওয়া হচ্ছে না।’
পাল্টা রাজ্যের হয়ে এজি কিশোর দত্ত বলেন, ‘গত বছর পাথর ছোড়ার মত ঘটনা ঘটেছে। আর এবার একদিনে অনেক সভা। ওই জায়গায় বিজেপিও সভা করেছে।’ প্রধান বিচারপতি আইএসএফের কাছে জানতে চান, ‘আপনাদের কতজন বিধায়ক আছেন? যদি কেউ এসে এমন কোনও বক্তব্য রাখেন যাতে গোলমাল হয়, সাধারণ মানুষ আক্রান্ত হন, তাহলে কে দায়িত্ব নেবে?’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *