প্রসেনজিৎ ধর, কলকাতা :- শেখ শাহজাহানকে এখনও খুঁজে পাওয়া যায়নি। প্রায় একমাস হতে চলল সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা এখনও অধরা। এই নিয়ে রাজ্যপাল থেকে শুরু করে বিরোধী নেতারা কড়া মন্তব্য করে চলেছেন। কলকাতা হাইকোর্ট তাঁকে খুঁজে বের করতে সিট গঠন করেও লাভ হয়নি। এমনকী দ্বিতীয়বার ইডি অফিসাররা সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি গিয়ে তালা ভেঙেও কিছু পাননি। শূন্য হাতে ফিরতে হয়েছে। এবার এই আবহে কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এই বিষয়ে মেয়রের স্বীকারোক্তি প্রকাশ্য মঞ্চ থেকে বলেন, ‘শাহজাহান যা করেছে সেটা অন্যায় করেছে।’ ২২ দিন পেরিয়ে গিয়েছে। এখনও খোঁজ নেই শেখ শাহজাহানের। তার মধ্যে এবার ফিরহাদ হাকিমের এমন মন্তব্য জোর চর্চা শুরু হয়েছে। তবে এই প্রথম রাজ্যের কোনও বড় মাপের মন্ত্রী প্রকাশ্য মন্তব্য করেলন।
অন্যদিকে শেখ শাহজাহানের জন্য তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি খারাপ হয়েছে। তাই এবার সমর্থন করার পরিবর্তে বিরোধিতা করলেন ফিরহাদ হাকিম। এরপরই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে দিল, শাহজাহানের কর্মকাণ্ডে লোকসভা নির্বাচনের আগে কি বেকায়দায় শাসক দল? সে কারণেই কি সন্দেশখালীর অত্যন্ত প্রভাবশালী এই নেতার মাথার উপর থেকে হাত তুলতে শুরু করে দিল? অতীতে জনরোষ থেকে বাড়ির মধ্যে ঢুকে ইডি আধিকারিকদের অত্যাচার, একাধিক তত্ত্ব খাড়া করেছিল শাসকদল। কিন্তু কোনও কিছুই যে শাসকদলের পক্ষে যাচ্ছে না। সেটা বুঝতে পেরেই কি, দলের হেভিওয়েট মন্ত্রীর এই মন্তব্য? উঠছে প্রশ্ন। যদিও এই ঘটনার পর দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আগে ইডি–সিবিআই ভিন রাজ্যে আক্রান্ত হওয়ার তথ্য তুলে এনেছিলেন। সমর্থন সরাসরি না করলেও রাজনীতি করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেছিলেন। এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম।