দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সন্দেশখালি মামলায় সিট বিশেষ তদন্তকারী টিম গঠনের উপর স্থগিতাদেশ। সিঙ্গল বেঞ্চের সিট গঠনের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। সিট তদন্তের উপরেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ যে যে মামলা রুজু করছে, সেগুলির উপরেও আপাতত অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা। সেই ঘটনার মূল অভিযুক্ত শাহজাহান শেখ এখনও অধরা। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করে ইডি। সেই মামলার রায়ে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েলেন, সিবিআই বা রাজ্য পুলিশ নয়, তদন্ত করবে সিট। সিবিআই ও রাজ্যের আইপিএসদের নিয়ে সিট গঠনের নির্দেশ দেন তিনি। সেই রায়ের উপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।
এদিন শুনানিতে ইডির তরফে বলা হয়, রাজ্যের মন্ত্রী যে মামলায় জড়িত সেই ঘটনার তদন্ত কীভাবে রাজ্য পুলিশ করবে। তথ্য নষ্ট করার আশঙ্কাও প্রকাশ করা হয়। ইডির দাবি, তদন্তভার দেওয়া হোক সিবিআইয়ের হাতে।এর পরই সিট গঠনের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। রাজ্য পুলিশের তদন্তেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে কোন সংস্থা তদন্ত করবে, তা এখনও জানা যায়নি। ফলে কে গ্রেপ্তার করবে শেখ শাহজাহানকে, তা এখন স্পষ্ট নয়। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এদিনের শুনানিতে ইডি-র বক্তব্যের পর প্রধান বিচারপতি আর কারোর বক্তব্য শুনতে চাননি। তিনি সরাসরি সিট এর তদন্তের ওপর অন্তবর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন। একইভাবে রাজ্য সরকারের পুলিশ যে কটি তদন্ত করছিল, সব কটির ওপরই স্থগিতাদেশ দেওয়া হয়।