দেবরীনা মণ্ডল সাহা :- সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন কবে থেকে বাংলা-সহ গোটা দেশজুড়ে লাগু হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চাপানউতোর। তারই মাঝে বড় বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর দাবি, লোকসভা ভোটের আগেই লাগু হবে সিএএ।শনিবার দিল্লিতে গ্লোবাল বিজনেস সামিটে দাঁড়িয়ে তিনি বলেন, “কংগ্রেস সরকার একসময় সিএএ লাগুর আশ্বাস দিয়েছিল। কংগ্রেসই শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল। এখন তারা অন্য কথা বলছে।” অমিত শাহের আশ্বাস, “সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। সংশোধিত নাগরিকত্ব আইনে কোথাও একথা বলা নেই। বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা নিপীড়িত শরণার্থীদের নাগরিকত্ব দিতে এই আইন।” ২০১৯ সালে সংসদে সিএএ পাশ হয়। সংসদের দু’কক্ষে পাশের পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। তারপর কেটে গিয়েছে পাঁচ বছর। এখনও গোটা দেশে সিএএ কার্যকর করা যায়নি। এখনও পর্যন্ত এ সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি। এদিকে আরও এক লোকসভা ভোট আসতে হাতে গোনা কয়েক মাস বাকি। এরই মধ্যে শনিবার চলতি বছরে সিএএ চালু করা হবে বলে জানালেন অমিত শাহ। তিনি বলেন, “লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।”এদিন দিল্লিতে গ্লোবাল বিজনেস সামিটে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই এতদিন সিএএ কার্যকর না হওয়ার জন্য কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন তিনি।