নিজস্ব সংবাদদাতা :-সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ আদালতে গ্রেফতার না হওয়ার নিশ্চয়তা চেয়েছেন। তিনি জানান, ইডি যদি তাঁকে গ্রেফতার করা হবে না বলে নিশ্চয়তা দেয়, তা হলেই তিনি তাদের দফতরে হাজিরা দেবেন।মিলল না আগাম জামিনের অনুমতি। আদালতে ফের ধাক্কা শাহজাহান শেখের। শাহজাহানের আইনজীবীর আবদার ছিল, গ্রেপ্তার করা হবে না বলে জানানো হোক।
তাহলেই হাজিরা দেবেন তৃণমূল নেতা। বিরোধিতা করেন ইডির আইনজীবী।পুলিশের খাতায় ফেরার হয়েও আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছেন শেখ শাহাজাহান। এদিন ব্যাঙ্কশাল আদালতে ছিল জামিন মামলার শুনানি। সেখানেই শাহজাহানের আইনজীবী আগাম জামিনের আর্জি করেন। বলেন, ২ দিন সময় দেওয়া হোক। গ্রেপ্তার করা হবে না তা নিশ্চিত করা হোক। তাহলে হাজিরা দেবেন শেখ শাহজাহান। সঙ্গে সঙ্গে বিরোধিতা করেন ইডির আইনজীবী। রক্ষকবচ প্রসঙ্গে তিনি সাফ জানান যে, তিনি কোনও দায় নেবেন না। ইডির আইনজীবী আদালতে বলেন, “তল্লাশিতে যাওয়া হয়েছিল। গ্রেপ্তারির প্রসঙ্গে কিছু বলা হয়নি। এখানে বিষয়টা ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি।”প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে রেশন ‘দুর্নীতি’র তদন্তের সূত্রে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সে দিন শাহজাহানের দেখা মেলেনি। তাঁর বাড়ির বাইরে মার খেতে হয় কেন্দ্রীয় আধিকারিকদের। অভিযোগ, বাড়ির ভিতর থেকেই ফোন করে অনুগামীদের জড়ো করেন শাহজাহান। তার পর পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। তার পর আরও এক বার তাঁর বাড়িতে গিয়েছিল ইডি। তালা ভেঙে তল্লাশিও চালানো হয়। কিন্তু সে দিন উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। শাহজাহানের গ্রেফতারি চেয়ে সন্দেশখালিতে গত বুধবার থেকে বিক্ষোভ শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে এলাকায় অত্যাচারের অভিযোগ রয়েছে। তাঁর গ্রেফতারির দাবি জানিয়ে পথে নেমেছেন মহিলারা। যা নিয়ে গত কয়েক দিন ধরে উত্তপ্ত সন্দেশখালি।