Breaking News

‘কৃষকদের ওপর হামলা চালালে দেশ এগোবে কীভাবে?’কৃষক আন্দোলন নিয়ে বিজেপি সরকারকে তুলোধনা মমতার!

প্রসেনজিৎ ধর :-হরিয়ানা ও পঞ্জাব সীমান্তে কৃষকদের ওপরে আজ ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাস ছোড়ে হরিয়ানা পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক দীর্ঘ সোশ্যাল মিডিয়া বার্তায় কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগেন মমতা। পাশাপাশি আজ মমতা মনে করান, কৃষকরাই দেশের সবার ভরণপোষণ করে।

এই আবহে মমতার প্রশ্ন, ‘কৃষকদের ওপর হামলা চালালে দেশ এগোবে কীভাবে?’দেশের অন্নদাতারা লড়ছেন ন্যূনতম অধিকারের দাবিতে। ২০২০ সালের কৃষক আন্দোলনের মতো ফের বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি শুরু করছেন হাজার হাজার কৃষক। অথচ তাঁদের দাবি খতিয়ে দেখা তো দূরের কথা, উলটে বিক্ষোভ দমন করতে কার্যত ‘আয়রন হ্যান্ড’ পলিসি নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। মিছিল আটকানো হচ্ছে, লাঠিচার্জ হচ্ছে,এমনকী ড্রোন থেকে ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। দেশের অন্নদাতাদের উপর এই ‘নৃশংস অত্যাচারে’র প্রতিবাদে এবার সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|মমতার প্রশ্ন, দেশের যে অন্নদাতারা ন্যূনতম অধিকারের দাবিতে লড়াই করেছেন, “তাঁদের উপর কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করা হচ্ছে। এভাবে দেশ এগোবে কী করে? বিজেপি যেভাবে কৃষকদের উপর নৃশংসভাবে অত্যাচার করছে, আমি তার তীব্র প্রতিবাদ করছি।” মমতার অভিযোগ, কেন্দ্রের কৃষক এবং শ্রমিকদের পাশে দাঁড়ানোর ব্যর্থতা এবং তার সঙ্গে প্রচারের আলো কেড়ে নেওয়ার চেষ্টাই ‘বিকশিত ভারতে’র আসল স্বরূপ চিনিয়ে দিচ্ছে। মানুষের ভ্রম ভেঙে দিচ্ছে।”কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে বাংলার মুখ্যমন্ত্রীর পরামর্শ। তিনি বলছেন,”এভাবে বিক্ষোভ দমন করার চেষ্টা না করে বিজেপির উচিত নিজেদের অহং এবং ক্ষমতা দখলের লোভ দমন করা। মনে রাখা দরকার, এই কৃষকরাই আমাদের অন্ন সংস্থান করেন। সরকারের নৃশংসতার বিরুদ্ধে আমাদের কৃষকদের পাশে দাঁড়ানো উচিত।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *