প্রসেনজিৎ ধর, কলকাতা :- জেলবন্দি মহিলাদের গর্ভবতী হওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যে বিস্ময় প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। শুধু বাংলা নয়, সারা দেশের বিভিন্ন রাজ্যের জেল বন্দি মহিলারা গর্ভবতী হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত শুক্রবার সুপ্রিমকোর্টও স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছে। জেলের অভ্যন্তরের মহিলাদের গর্ভবতী হয়ে পড়ার ঘটনা নিয়ে উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশনও। সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যের ঘটনার তদন্তে নেমেছে জাতীয় মহিলা কমিশন। এ ব্যাপারে দমদম সংশোধনাগারের মহিলা কয়েদিদের সঙ্গে কথাও বলেছেন কমিশনের সদস্যরা।
Video Player
সূত্রের খবর, এব্যাপারে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও কথা বলেছেন মহিলা কমিশনের প্রতিনিধিরা।স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিস্ফোরক তথ্য সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে, তা মোটেই হালকাভাবে দেখছে না জাতীয় মহিলা কমিশন।সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দিয়েছেন আইনজীবী তাপস ভঞ্জ। সেই রিপোর্টেই বিস্ফোরক দাবি করেছেন ওই আইনজীবী। রাজ্যের বিভিন্ন সংশোধনাগার ঘুরে তৈরি করা ওই রিপোর্টে দাবি করা হয়েছে, একাধিক মহিলা আবাসিক নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এমনকী ১৯৬ জন সন্তানেরও জন্ম হয়েছে বলে দাবি করা হচ্ছে। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্যে। অস্বস্তি বেড়েছে রাজ্যের কারা দফতরেরও।যদিও রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বক্তব্য, এই ধরনের কোনও অভিযোগ তাঁর জানা নেই। মন্ত্রীর ব্যাখ্যা, ” রাজ্যে চারটি মুক্ত সংশোধনাগার রয়েছে। সেখানে আবাসিকরা তাঁদের পরিবারের সঙ্গে থাকেন। ফলে যে ঘটনার কথা বলা হচ্ছে, সেগুলি সেখানে ঘটেছে কি না, সেটাও দেখা প্রয়োজন।”
00:00
00:00