দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সন্দেশখালির ঘটনার পরে রাজ্যের মহিলা ভোট টার্গেট বিজেপির। রেখা পাত্র থেকে অমৃতা রায়, একের পর এক মহিলা আন্দোলনের মুখের সঙ্গে যোগাযোগ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই এবার লোকসভার ময়দানে মহিলা ভোট ধরে রাখতে আরও উদ্যোগী হল তৃণমূল কংগ্রেস শিবির।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্পগুলি নিয়েই লোকসভা ভোটে মহিলাদের সমর্থন আদায়ে নয়া কর্মসূচি নিয়ে নামতে চলেছে তৃণমূল। ঠিক হয়েছে, বাড়ি বাড়ি প্রচারে যাবে তৃণমূলের মহিলা সংগঠনের সদস্যরা। দলীয় সূত্রে খবর, মালা রায় ও চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এই সংক্রান্ত আলোচনায় ঠিক হয়েছে, বুথভিত্তিক প্রচার হবে। ঘরে ঘরে মহিলাদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ পুস্তিকা, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি-সহ একাধিক প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। কর্মসূচির পৃথক নামও দেওয়া হয়েছে।‘আমার বুথে আমি সাথে’, ‘বন্ধন অঞ্চলের জয় তৃণমূলের’, ‘সবাই বলো,লক্ষ্মী এলো’ নামে নতুন তিন কর্মসূচি নিয়ে লোকসভা ভোটের প্রচারে নামছে তৃণমূলের মহিলা সংগঠন। তার অংশ হিসেবে একেবারে ঘরে ঘরে গিয়ে জনসংযোগের পথে হাঁটছেন নেত্রীরা। বাংলার আমজনতার ঘরে গিয়ে তাঁদের বোঝানো হবে, কীভাবে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। পাশাপাশি বিজেপির ‘মহিলা বিদ্বেষী’ ও ‘জমিদারি’ মানসিকতার বিষয়ও তুলে ধরা হবে, যাতে তাঁরা ভালো-মন্দের তুলনা করতে পারেন সহজেই। ২০২১ সালের মতই, ২০২৪ সালেও মহিলা ভোটে নজর তৃণমূলের। লোকসভার প্রচারে ঘরে ঘরে যাবে মহিলা সংগঠনের কর্মীরা। প্রতি বাড়িতে দেওয়া হবে একটা বিশেষ কিট। যার মধ্যে লক্ষ্মীর ভান্ডারের আদলে ছবি বা পোস্টার থাকবে।এছাড়া মহিলাদের জন্য যে যে সামাজিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার তথ্য থাকবে। যে যে বাড়িতে যাবেন মহিলা নেত্রী ও কর্মীরা সেই বাড়িতে একটা বিশেষ স্টিকার দেওয়া হবে। নজরে থাকছে মহিলা প্রার্থীদের আসনগুলি। চলবে জনসভা ও পাড়া বৈঠক। রাজ্যে মহিলাদের স্বাবলম্বী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই স্লোগানে চলবে প্রচার।