প্রসেনজিৎ ধর, কলকাতা :- চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মুকুল রায়ের পদধূলি নিয়েই ভোটের লড়াই শুরু করার অঙ্গীকার নিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷২০২৪ সালে যখন ভোটের ডঙ্কা বেজে গিয়েছে সেই সময় রাজনীতির ফ্লোর থেকে গায়েব এই দাপুটে রাজনীতিক। মাঝে মুকুল রায় তৃণমূলে ফিরেছিলেন, আবার কিছু সময় দিল্লিতে গিয়ে জল্পনা বাড়িয়েছিলেন। তাঁর ছেলে শুভ্রাংশু রায় দীর্ঘ সময় দাবি করেছেন, বাবার শারীরিক অবস্থা ভালো নেই।দীর্ঘদিন পরে ফের রাজনৈতিক আলোচনায় মুকুল রায়। এদিন কাঁচড়াপাড়ায় তাঁর বাড়িতে পৌঁছে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রায় আধ ঘণ্টা তাঁর বাড়িতে ছিলেন তিনি।জানা গিয়েছে, দু’জনের মধ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক কথাবার্তাও হয়। অর্জুন সিং জানিয়েছেন, তাঁকে দেখেই চিনতে পারেন মুকুল রায়। বলে ওঠেন, ‘অর্জুন এসে গেছিস।’তবে, দু’জনের মধ্যে রাজনৈতিক বিষয়ে কী কথাবার্তা হয়েছে তা নিয়ে মুখ খোলেননি কেউ-ই৷ মুকুল রায় ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য৷ সেই দলের সঙ্গেই দীর্ঘ পথ চলা৷ কিন্তু, সেই পথচলা হঠাৎই থমকে যায় ২০১৭ সালে৷ ২০১৭ সালের ৩ নভেম্বর নয়াদিল্লিতে গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেন মুকুল৷তারপরে অবশ্য ২০২১ সালে ফের তৃণমূলে ফিরে আসেন৷ একুশের নির্বাচনে জয়লাভও করেন৷ তবে সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তাঁকে খুব একটা সক্রিয় রাজনীতিকের ভূমিকায় দেখা যায়নি৷
Hindustan TV Bangla Bengali News Portal