প্রসেনজিৎ ধর :- পাহাড়ের বিজেপির পদ্ম প্রতীকের প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে ভোটে নামলেন বিজেপিরই বিধায়ক। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে এবার প্রার্থী হলেন বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। পাহাড়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার নাম ঘোষণার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। রাজু বিস্তাকে যে প্রার্থী হিসেবে তাঁর নাপসন্দ, সেকথা আগেই বুঝিয়ে দিয়েছিলেন বিষ্ণুপ্রসাদ। অনেক দিন ধরেই তিনি দাবি করে যাচ্ছিলেন দার্জিলিঙের প্রার্থী হিসেবে ‘ভূমিপুত্র’ কাউকে বেছে নেওয়া হোক। অন্যথায়, নিজের দলের বিরুদ্ধেই নির্দল হয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন তিনি। এবার শেষ পর্যন্ত সেই কাজটাই করে ফেললেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক। শনিবার দুপুরে দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।বিষ্ণুপ্রসাদ শর্মা অবশ্য আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, ভূমিপুত্রকে প্রার্থী না করলে নির্দল হিসেবে তিনি প্রার্থী হবেন৷ সেই সিদ্ধান্তে অনড় থেকেই এ দিন মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিষ্ণুপ্রসাদ৷ মনোনয়ন জমা দেওয়ার আগে এ দিন মহাকাল মন্দিরে পুজোও দেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক৷মনোনয়ন জমা দেওয়ার আগে বিষ্ণুপ্রসাদ বলেন, আমি দলের বিরুদ্ধে নই। দল সংকল্প পত্রে লিখেছিল পাহাড়ের জন্যে স্থায়ী রাজনৈতিক সমাধান করবে। স্থায়ী সমাধান মানে পৃথক গোর্খাল্যাণ্ড রাজ্য। তা দল করেনি। দল পরিষ্কার করুক স্থায়ী রাজনৈতিক সমাধান মানে আলাদা রাজ্য নয়। ২৪ ঘন্টার মধ্যে পরিষ্কার করুক।”