Breaking News

“রাজভবনে আমি আর যাচ্ছি না, রাস্তায় গিয়ে দেখা করে আসব”,হুগলিতে বললেন মমতা!

প্রসেনজিৎ ধর, হুগলি :- ফের রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন হুগলির সপ্তগ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই ফের একবার রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে খুললেন মুখ। সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে কু প্রস্তাব এবং যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন রাজভবনের এক মহিলা কর্মী। পুলিশে অভিযোগও দায়ের হয়েছে। ওই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাবারে আমাকে আর রাজভবনে ডাকলে যাচ্ছি না, রাজভবনের দরকার হলে রাস্তায় বসে কথা বলে আসব!” এরপরই বোসের নাম উল্লেখ না করে মমতা বলেন, “আপনার পাশে বসাও পাপ!”প্রশ্ন তুলেছেন, “আপনাকে কে অধিকার দিয়েছে মেয়েদের অত্যাচার করার?”মুখ্যমন্ত্রীর কথায়, “মাননীয় রাজ্যপাল, আমার কী দোষ বলুন। আমি তো জানিই না কিছু। অথচ আপনি বলছেন, দিদিগিরি চলবে না। আপনার তো পদত্যাগ করা উচিত।” সভায় উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “কালকে নাকি প্রেসকে ডেকেছিল। এডিট করে ভিডিও দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে? আপনারা তো জানেন কোনখানটা এডিট হয়।”মুখ্যমন্ত্রী এও বলেন, ” যেটা এডিট করেছে সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বের হয়নি। আর একটা ভিডিও পেলাম। যা কীর্তকলাপ! ভাবতেও লজ্জা লাগে!”প্রসঙ্গত, রাজভবনের অন্দরে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী। ওই অভিযোগকে কেন্দ্র করেই বিগত কয়েকদিন ধরে তুমুল শোরগোল চলছে বঙ্গ রাজনীতির আঙিনায়। রাজ্যপালকে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ করেছিল শাসক দল তৃণমূল। এদিকে এরইমধ্যে ফুটেজ সামনে আনার সিদ্ধান্ত নেয় রাজভবন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *