দেবরীনা মণ্ডল সাহা :- নির্বাচনের আগে যখন শাসক ও বিরোধী শিবিরে টলি তারকার যোগদানের লাইন লেগেছে ঠিক তখন রাজনীতি ছাড়ার কথা বলছেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী| ২০২১ সালের বিধানসভা নির্বাচনে টিকিট না পেলে রাজনীতি ছেড়ে দেবেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই জানান টলিউড অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী | তিনি রাজনীতির লোক নন, তাই দল বদলে বিশ্বাসী নন| বিজেপিতে যাবেন না | তৃণমূলে ছিলেন, এই দলের সমর্থক হয়েই থাকবেন | শুধু টিকিট না পেলে,রাজীনীতির ময়দান ছেড়ে তাঁর নিজের পুরনো পেশায় ফিরে যাবেন বলে স্পষ্ট জানান চিরঞ্জিত | প্রসঙ্গত,২০১১ সালে বারাসত কেন্দ্র থেকে বিধায়ক পদের জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছিলেন চিরঞ্জিত | জিতেও গিয়েছিলেন | তারপরও একই কেন্দ্র থেকে জয় পান তৃণমূলের হয়ে। এখনও বারাসত কেন্দ্রের বিধায়ক পদে রয়েছেন চিরঞ্জিৎ | চিরঞ্জিতের ফোন পেয়ে তাঁর কাছে কিছুটা সময় চেয়ে নেন মমতা বন্দ্যোপাধ্যায় | যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি | ৬৫ বছরের অভিনেতা জানান, প্রথম থেকেই রাজনীতির বাইরের লোক তিনি | তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী ছিলেন | মনে হয়েছিল, পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে পারবেন তিনিই | সেই আশাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছিলেন | ২০১১ সালে তৃণমূলের প্রয়োজনেই ভোটে দাঁড়িয়েছিলেন | পরেরবার যখন আবার ভোটে দাঁড়ান, তার আগেও রাজনীতি থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন | কিন্তু সেই সময়ও ভোটে দাঁড়াতে হয় | এখন নিজের রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের আশায় রয়েছেন অভিনেতা |