প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেলেঘাটায় গিয়ে বিক্ষোভের মুখে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে বেলেঘাটা প্রচারে গিয়েছিলেন তাপস রায়। তাঁকে প্রচারে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। প্রার্থীর সামনেই তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা, হাতাহাতি শুরু হয় বিজেপির। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী।রাজ্যে মোটের উপর শান্তিতে মিটেছে পাঁচদফার ভোট। কিন্তু মাত্র দুজনের ভোটগ্রহণকে ঘিরেই রক্ত ঝড়ল বেলেঘাটায়। মঙ্গলবার বেলার দিকে কলকাতা পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে ৮৫ ঊর্ধ্ব দুই ব্যক্তির ভোট নিতে তাঁদের বাড়িতে এসেছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বিজেপির অভিযোগ, তাঁদের কোনও পোলিং এজেন্টকে ঘরে ঢুকতে দেয়নি তৃণমূলের লোকজন। এই নিয়ে শুরু হয় বচসা। হাতাহাতিতে একজনের মুখ ফেটে যায় বলে অভিযোগ।অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তাপস রায়। তখন তাঁকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁকে বহিরাগত বলে চিৎকার শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। মারমুখী হয়ে ওঠে দু-দলের কর্মী সমর্থকরা। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আসে কেন্দ্রীয় বাহিনী,নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।