Breaking News

সরকার গড়ার প্রচেষ্টা নয়, বরং বিরোধীর আসনেই বসবে ইন্ডিয়া জোট,’বিজেপির ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট’!

দেবরীনা মণ্ডল সাহা :-‘এটা নরেন্দ্র মোদীর নৈতিক পরাজয়।’ এমনটাই মনে করছেন ইন্ডিয়া জোটের নেতারা। এদিন NDA ঐক্য অটুট বোঝাতে একদিকে যেমন প্রধানমন্ত্রীর বাসভবনে মোদী-শাহ শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে, তেমন মল্লিকার্জুন খাড়গের বাসভবনে জড়ো হয়েছিলেন রাহুল-অখিলেশরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।‘ইন্ডিয়া’ বৈঠকের অভ্যন্তরে ও বাইরে, দু’জায়গাতেই প্রশংসিত হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেদের রাজ্যে বিজেপিকে রুখে দিয়ে অভিষেক ও অখিলেশ যাদবের দল ‘ইন্ডিয়া’র সংখ্যাবৃদ্ধি করতে বড় ভূমিকা নেওয়ায়, বৈঠকে আলাদা করে তাঁদের প্রশংসা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ অন্যান্যরা।লোকসভা ভোটের ফলপ্রকাশের পর উজ্জীবিত ইন্ডিয়া জোট শিবির। বুধবার দিল্লিতে তারা বৈঠক করেছে। চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার এনডিএ-র সঙ্গে যুক্ত হওয়ায় বিরোধী জোটের সরকার গড়ার আশা আপাতত শেষ হলেও যে লড়াই তারা করেছে সেটাই আগামী দিনে বজায় রাখতে চায়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এমনই বার্তা দিয়েছেন। তবে এখনই যে তারা সরকার গঠনের কোনও দাবি করবেন না, তার ইঙ্গিত মিলেছে। বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন জোটের সব সদস্যরা। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ইন্ডিয়া জোটের নেতারা। সকলের তরফ থেকে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আমাদের শরিক দলগুলিতে বিপুল সমর্থন দেওয়ার জন্য জনতাকে ধন্যবাদ। জনতার রায় BJP-কে মুখের উপর জবাব দিয়েছে। তাদের ঘৃণার রাজনীতি, দুর্নীতি ছুঁড়ে ফেলে দিয়েছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং পুঁজিবাদের বিরুদ্ধে এই রায়। এই সমর্থন সংবিধান রক্ষার সপক্ষে। গণতন্ত্র বাঁচানোর সপক্ষে। মোদীর নেতৃত্বাধীন বিজেপি-র ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধে ইন্ডিয়া জোট লড়বে। মানুষ বিজেপি সরকারের শাসনে থাকতে চাইছে না, তা বুঝে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের প্রতিশ্রুতি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *