প্রসেনজিৎ ধর :-টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে, আরও ৭১ জন মন্ত্রীও শপথ নিয়েছেন। সোমবার (১০ জুন), বিকেল ৫টায় হবে নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠক। সম্ভবত সেই বৈঠকেই মন্ত্রীদের মন্ত্রক বন্টন করা হবে। এর মধ্যে বড় হয়ে দাঁড়াচ্ছে লোকসভার অধ্যক্ষ কে হবে, সেই প্রশ্ন। ওম বিড়লা তাঁর পদে বহাল থাকবেন, নাকি তাঁর জায়গায় অন্য কেউ আসবেন? শরিক দলগুলির অনেকেই এই পদটির দাবিদার। এই নিয়ে বিভ্রান্তির মধ্যে জানা গেল, নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের জন্য ১৮ জুন থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হবে। চলবে ২১ জুন পর্যন্ত। সূত্রের খবর, লোকসভার নয়া অধ্যক্ষ কে হবেন, তা ঠিক হতে পারে ২০ জুন।তবে এবার এই পদটি কি শেষপর্যন্ত বিজেপির ওম বিড়লার হাতেই থাকবে,নাকি শরিকদের কেউ দাবিদার হয়ে উঠতে চলেছে। রাজধানীর অন্দর মহলে কানাঘুষো শোনা যাচ্ছে যে, এন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি স্পিকার পদের জন্য নাছোড়বান্দা। বিজেপি নেতৃত্ব সহ মোদীর কাছেও তারা জানিয়ে দিয়েছে স্পিকার পদ ছাড়াছাড়ি নেই |দেশম পার্টি স্পিকার পদে দাবি জানালেও কাকে করা হবে সেই মুখ? বিশেষত ১৬ জন এমপির মধ্যে অধিকাংশই নতুন মুখ। সূত্রে জানা গিয়েছে, এনডিএ এবং শেষপর্যন্ত বিজেপি যদি সত্যিই টিডিপিকে স্পিকার পদ ছাড়ে তাহলে চন্দ্রবাবু নাইডু তাঁর বিশ্বস্ত রামমোহন নাইডুকে বেছে নিতে পারেন। রামমোহন এই নিয়ে পরপর তিনবার লোকসভা ভোটে জিতলেন। তিনি হিন্দি এবং ইংরেজিতে প্রাঞ্জল ভাষণ দিতে পারেন। আবার প্রথমবার নির্বাচিত হলেও গুন্টুরের এমপি পেম্মাসানি চন্দ্রশেখরকেও তাঁর যোগ্যতা অনুসারে বাছাই করতে পারে দল।তবে, শোনা যাচ্ছে লোকসভার নয়া অধ্যক্ষ হওয়ার বিষয়ে এগিয়ে আছেন দগ্গুবতী পুরন্দেশ্বরী। তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা, এনটি রামা রাও-এর মেয়ে তিনি। বর্তমানে অন্ধ্র প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি পদে আছেন দগ্গুবতী পুরন্দেশ্বরী। এর আগে তিনি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রকের দায়িত্বও সামলেছেন।
Hindustan TV Bangla Bengali News Portal