দেবরীনা মণ্ডল সাহা :-তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন রবিবার। তার পরের দিনই অর্থাৎ সোমবার প্রথম ফাইলে স্বাক্ষর করলেন নরেন্দ্র মোদী। কেন্দ্রের এনডিএ সরকারের অন্যতম প্রকল্প হল প্রধানমন্ত্রী কিসান নিধি যোজনা। কৃষকদের সহায়তা প্রদানকারী এই প্রকল্পেরই একটি ফাইলে সোমবার স্বাক্ষর করেন মোদী |সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রীর দফতরে গিয়েই কিষান নিধি প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন নরেন্দ্র মোদী ৷ প্রধানমন্ত্রী সই করে দেওয়ায় কিষান নিধি প্রকল্পে নথিভুক্ত কৃষকরা ১৭তম কিস্তির টাকা পাবেন৷ এর ফলে উপকৃত হবেন প্রায় সাড়ে ৯ কোটি কৃষক৷ মোট ২০ হাজার কোটি টাকা সরকারি কোষাগার থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে৷কিষান নিধি প্রকল্পের ফাইলে সই করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘কৃষকদের উন্নয়নে আমাদের সরকার সর্বদা নিয়োজিত৷ দায়িত্ব নেওয়ার পর তাই কৃষকদের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত ফাইলে সই করাই যথাযথ৷ ভবিষ্যতেও আমরা কৃষক এবং কৃষি ক্ষেত্রের জন্য আরও বেশি করে কাজ করতে চাই৷’রাজনৈতিক শিবিরের একাংশ মনে করছে, তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পরেই কৃষকদের মন জয়ের চেষ্টা করলেন মোদী।