দেবরীনা মণ্ডল সাহা :-তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই দফতরের আধিকারিকদের উদ্দেশে প্রথম বার্তা নরেন্দ্র মোদীর। সোমবার PMO-তে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা যেন জনতার PMO হয়ে ওঠে।’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ৭২ জনের নতুন মন্ত্রিসভার সদস্যরা রবিবার শপথ নিয়েছেন। আর সেই মন্ত্রিসভার দিকে নজর দিলে দেখা যাবে, কেউ আগের মন্ত্রিসভায় থাকলেও এবার জায়গা পাননি। আবার কেউ চব্বিশের নির্বাচনে না জিতেও মোদীর মন্ত্রিসভায় রয়েছেন। রবিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও শপথ নিয়েছেন আরও ৭১ জন। এর মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে নিয়েছেন শপথ। আর ৩৬ জন শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে।
- প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাশামতোই শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী।
- স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে|
- রাজনাথ সিং থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী।
- নির্মলা সীতারমণকে পুরনো অর্থ মন্ত্রকের দায়িত্বই ফের তুলে দেওয়া হয়েছে।
- শিক্ষামন্ত্রী পদেই থাকছেন ধর্মেন্দ্র প্রধান।
- নীতিন গড়কড়িকে তাঁর পুরনো মন্ত্রক সড়ক-পরিবহণ মন্ত্রী দেওয়া হয়েছে বলে খবর। হর্ষ মালহোত্রা ও অজয় টামটাকে প্রতিমন্ত্রী হিসেবে তাঁর সঙ্গে রাখা হয়েছে|
- মনোহরলাল খট্টরকে পাওয়ার ও আর্বান ডেভলপমেন্ট মন্ত্রক দেওয়া হয়েছে। তাঁর সঙ্গেও সহায়তার জন্য দুজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে।
- শিবরাজ সিং চৌহানকে কৃষি মন্ত্রালয় দেওয়া হল। সঙ্গে পঞ্চায়েত ও গ্রামীণ বিকাশ মন্ত্রকের দায়িত্বও দেওয়া হয়েছে।
- জিতন রাম মাঝিকে মিডিয়াম স্মল ইন্ডাস্ট্রিজের দায়িত্ব দেওয়া হয়েছে।
- সিআর পাতিলকে জলশক্তি মন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
- কুমারস্বামীকে ইন্ডাস্ট্রি অ্যান্ড স্টিল মন্ত্রক তুলে দেওয়া হয়েছে।
- সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী করা হল রামমোহন নাইডুকে।
অন্নপূর্ণা দেবীকে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। - প্রহ্লাদ যোশীকে দেওয়া হয়েছে খাদ্য, উপভোক্তা ও রিনিউয়েবল এনার্জি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।
- রবনীত সিং বিট্টুকে সংখ্যালঘু বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে।
- সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন গজেন্দ্র সিং শেখাওয়াত।
- সুরেশ গোপী এবং রাও ইন্দ্রজিৎ সিংকে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে।
- পীযূষ গোয়েলকে পুরনো বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।
- গিরিরাজ সিংকে টেক্সটাটাইল মন্ত্রীর পদে দেওয়া হয়েছে।