প্রসেনজিৎ ধর :- জাকির হোসেনকে দেখতে বৃহস্পতিবার সকালেই এসএসকেএমে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|কথা বললেন চিকিৎসকদের সঙ্গে | মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, গুরুতর জখমদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে | সামান্য আহতরা পাবেন ১ লক্ষ টাকা| এখনও পর্যন্ত মুর্শিদাবাদ থেকে প্রায় ২৬ জনের বেশি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে | এদিন সকাল দশটার কিছু সময় পর থেকেই জাকির হোসেন শরীরে অস্ত্রোপচার করা হচ্ছে |
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং সিদ্দিকুল্লা চৌধুরী এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সকাল থেকেই তারা হাসপাতালে উপস্থিত রয়েছেন | জাকির হোসেনের ওপর হামলাকে রাজ্যে কালো দিন বলে টুইটে উদ্বেগ প্রকাশ মন্ত্রী ফিরহাদ হাকিমের | মন্ত্রী লিখেছেন, তৃণমূলে তাঁর সহকর্মী জাকিরের ওপর বোমাবাজির ঘটনায় অনেকেই গুরুতর জখম হয়েছেন | মুর্শিদাবাদের এই ঘটনা বাংলার রাজনীতিতে কালো দিন| সবারই দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি | হিংসার কোনও জায়গা নেই তাঁদের রাজনীতিতে, টুইট পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর | মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলা তীব্র নিন্দা করে টুইট করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও | তিনি লিখেছেন, অপরাধীদের গ্রেফতারি ও শাস্তি চাই | অধীর চৌধুরীর অভিযোগ, জাকির সত্, তাই হামলা হল | তৃণমূল দলের দৈত্যকূলে প্রহ্লাদ জাকির | হামলার ঘটনার কড়া নিন্দায় সরব হলেন রাজ্যপালও | এ নিয়ে টুইটে তিনি লেখেন, মুর্শিদাবাদে নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলা নিন্দনীয় | যেভাবে হিংসাত্মক ঘটনা বাড়ছে তাতে উদ্বিগ্ন | গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই | আইন মোতাবেক দ্রুত ব্যবস্থা নিক পুলিশ,স্বরাষ্ট্র দফতর এবং মুখ্যমন্ত্রী।মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমাবাজি, হামলার নিন্দায় সরব বিজেপি শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয় | তাঁর টুইট, মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী জাকির হোসনের ওপর বোমাবাজির ঘটনার তীব্র নিন্দা জানাই| আহত নেতার দ্রুত আরোগ্য কামনা করছি।