Breaking News

দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘায় থাকা যাত্রীদের জন্য বাস, রাতে শিয়ালদায় হেল্পডেস্ক, বিশেষ ব্যবস্থা রাজ্যের!

দেবরীনা মণ্ডল সাহা :-দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ স্টেশনে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হেল্পডেস্ক চালু করা হবে। তার দায়িত্বে থাকবেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উত্তরবঙ্গ থেকেই তা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাত বারোটার সময় শিয়ালদা স্টেশনেই আগত যাত্রীদের সুবিধার্থে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে ছোট মাঝারি ও বড় সরকারি বাসের ব্যবস্থা রাখা হচ্ছে শিয়ালদা স্টেশনে। দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি পৌঁছলে যাতে সমস্ত যাত্রীদের স্বাচ্ছন্দ্যে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা করা হয়েছে।ছোট, মাঝারি ও বড় সরকারি বাসের ব্যবস্থা রাখা হচ্ছে স্টেশনে। রেল সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি ছ’টি এসি কামরা-সহ মোট ১৫টি বগি নিয়ে ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনে পৌঁছয় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ। স্টেশনে পৌঁছতেই ট্রেনের যাত্রীদের কেক, জল, বিস্কুট ও রান্না করা খাবার দেওয়া হয় রেলের পক্ষ থেকে। সেই সময় আলুয়াবাড়ি স্টেশনে যান তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুণ, তৃণমূল নেতা বিক্রম দাস, যুব তৃণমূল নেতা মহম্মদ বাবলুরা।ইতিমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অন্যদিকে, এদিন বিকেলেই উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে আহত যাত্রীদের এনে রাখা হয়েছে, তাঁদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। চিকিৎসার কী ব্যবস্থা করা হয়েছে, সে সম্বন্ধে খোঁজ নেন তিনি। এমনকি, জুনিয়র ডাক্তাররা আহত রোগীদের জন্য অমানসিক পরিশ্রম করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *