দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস উজ্জাপন করে তৃণমূল সরকারকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে জনা কয়েক বিধায়ক ও বিজেপি নেতাকে নিয়ে রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে অনেক কিছু করতে পারেন। কিন্তু ১৯৪৭ সালের ২০ জুনের ইতিহাস বদলানো যায় না।বিজেপি দাবি করে, শ্যামাপ্রসাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই দিনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা উচিত। শ্যামাপ্রাসাদের নেতৃত্বেই ১৯৪৭ সালের ২০ জুন আনুষ্ঠানিক ভাবে ভারতের অংশ হিসাবে পশ্চিমবঙ্গে সিলমোহর পড়ে। বিজেপির দাবি, সে দিন ‘শ্যামাপ্রসাদপন্থী’ ৫৪ জন বিধায়কের দাবির কাছেই পশ্চিমবঙ্গ স্বীকৃতি পেয়েছিল। শ্যামাপ্রসাদের দাবি ছিল, ভারত ভাগ করলে বাংলাকে ভাগ করে বাংলার হিন্দুপ্রধান অঞ্চলগুলি নিয়ে ‘পশ্চিমবঙ্গ’ তৈরি করতে হবে। যা হবে হিন্দুপ্রধান ভারতের অংশ। এ বিষয়ে প্রচার করার জন্য শ্যামাপ্রসাদ সারা বাংলা চষে বেড়ান এবং কংগ্রেসের সমর্থন পান বলেও দাবি বিজেপির। তাদের আরও দাবি, এর ফলেই পশ্চিমবঙ্গের জন্ম। প্রতি বছর রাজ্য বিজেপির পক্ষে এই দিনটিতে কোনও না কোনও কর্মসূচি হয়। তবে এবারে শুভেন্দুর মাল্যদান ছাড়া কলকাতায় বিশেষ কিছু হয়নি।শুভেন্দুবাবু বলেন, ‘গত বছরই দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি মহোদয়া ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। কোনও ভাবেই আজকের দিনটার ইতিহাস বদলে দেওয়া যায় না, ভবিষ্যতেও যাবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজকে আমরা ভারতে থাকতে পারতাম না। পশ্চিমবঙ্গের আইনসভার ১৯৪৭ সালের ২০ জুনের প্রামাণ্য দলিল সেই কথা বলছে। ফলে কোনও ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে অনেক কিছু করতে পারেন। যেমন জগনমোহন রেড্ডির ৫০০ কোটি টাকার বাংলো বেরিয়েছে। পশ্চিমবঙ্গেও ওরকম ১০০টা বাংলো রয়েছে। কিন্তু ১৯৪৭ সালের ২০ জুনের ইতিহাস বদলানো যায় না।’