প্রসেনজিৎ ধর :- লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের একার সিদ্ধান্ত। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা কোনওরকম আলোচনা করেনি বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ পদে শপথ গ্রহণের জন্য মঙ্গলবার লোকসভায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্ভবত এরপরই চিকিৎসার জন্য বিদেশে রওনা হবেন তিনি। তার আগে এদিন লোকসভার ট্রেজারি বেঞ্চে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলোচনা ফ্রেম বন্দি হয়েছে। লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে এদিন সকাল থেকে সংসদ সরগরম। এনডিএ জোট স্পিকার পদে বিজেপি সাংসদ ওম বিড়লার নাম প্রস্তাব করেছে। কংগ্রেস তাতে প্রথমে সম্মতি দেয়। তবে তার সঙ্গে চেয়েছিল ডেপুটি স্পিকার পদটি কংগ্রেসকে ছেড়ে দেওয়া হোক। যেহেতু সংসদীয় রাজনীতিতে বিরোধীদের ডেপুটি স্পিকারের পদ ছেড়ে দেওয়া একদা রেওয়াজ ছিল। সেটা অবশ্য মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। তাই স্পিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। এই নিয়ে তৃণমূল কংগ্রেস অত্যন্ত খাপ্পা। ইন্ডিয়া জোটে থেকে একতরফা সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস মেনে নিতে নারাজ।তৃণমূল সূত্রে আরও বলা হচ্ছে, সামগ্রিক ভাবে সংসদে কক্ষ সমন্বয়ের ব্যাপারে রাহুল-অভিষেক কথা হয়েছে। সংসদে এবার বিরোধী দলনেতার পদ পাবে কংগ্রেস। সাবেক জাতীয় দলের ওয়ার্কিং কমিটিতে প্রস্তাব করা হয়েছে রাহুল সেই দায়িত্ব গ্রহণ করুক। রাহুল সেই দায়িত্ব শেষমেশ নিক বা না নিক সংসদে বিরোধীদের মধ্যে কক্ষ সমন্বয়ে তাঁর যে এবার ভূমিকা থাকবে তা নিয়ে সন্দেহ নেই।