বিশ্বজিৎ নাথ :- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাজ্য জুড়ে হকার উচ্ছেদে নেমেছে পুলিশ প্রশাসন। এই উচ্ছেদ নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, হকারদের তুলে সেখানে রোহিঙ্গাদের বসানোর চক্রান্ত চলছে। তাঁর আরও অভিযোগ, টিটাগড় বাজার কিংবা টিটাগড় স্টেশন রোড জুড়ে ফুটপাত দখল করে বসে আছে। অথচ সেখানে হকার উচ্ছেদ করা হচ্ছে না। শুভেন্দুর কথায় সূর মিলিয়ে তাঁর প্রশ্ন, হাতিবাগান,মেটিয়াবুরুজ, পার্কসার্কাস, টিটাগড় ও ব্যারাকপুরে ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে না।

Hindustan TV Bangla Bengali News Portal