নিজস্ব সংবাদদাতা :- গত সপ্তাহেই দলের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছেন দীনেশ ত্রিবেদী। দল ছাড়তেই তিনি জানান, “আমার রাজ্যের সর্বত্র হিংসাত্মক ঘটনা ঘটছে। অথচ আমরা কিছু বলতে পারছি না। আমি রবীন্দ্রনাথ, নেতাজির ভূমি থেকে আসা মানুষ। তাই এটা আমি আর দেখতে পারছি না। কিন্তু আমার দমবন্ধ হয়ে আসছে। এর চেয়ে ইস্তফা দিয়ে বাংলায় গিয়ে কাজ করা ভালো।” অন্যদিকে দলত্যাগ করতেই তৃণমূলও চুপ করে থাকেনি। উল্টে একাধিক নেতাই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আর এদিন আবারও দলের বিরুদ্ধে মুখ খোলেন দীনেশ ত্রিবেদী। জানান, “দলের প্রথম দিন থেকে কাজ করেছি। তাই সেই দলকে সঠিকভাবে চালাতে একাধিক সময়ে শান্তিরক্ষা এবং রাজ্যের উন্নয়নের জন্য পরামর্শ দিয়েছি। কিন্তু আমাকে বারে বারে কোণঠাসা করা হয়েছে। মহাভারতের আইকনিক চরিত্র ভীষ্মের মতো কাঁটার বিছানায় স্থান দেওয়া হয়েছিল। আমি কেন্দ্রও এবং রাজ্যের মধ্যে সেতু গড়তে চেয়েছিলাম। কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের ইগো সব কিছু শেষ করে দিল।”
Hindustan TV Bangla Bengali News Portal