Breaking News

কয়লা পাচারে লালার পর বিনয় মিশ্রকেও পলাতক ঘোষণা আসানসোলের সিবিআই আদালতের, লালার ঘনিষ্ট ব্যবসায়ীর বাড়িতে হানা সিবিআই-এর

নিজস্ব সংবাদদাতা :- কয়লা পাচারকাণ্ডে আরও তৎপর এবং কঠোর হচ্ছে সিবিআই | অনুপ মাঝি ওরফে লালাকে পলাতক ঘোষণা করার পর এবার বিনয় মিশ্রকে পলাতক ঘোষণা করল আসানসোলের সিবিআই আদালত | অন্যদিকে বৃহস্পতিবার রাতে কয়লা পাচারচক্রের মাথা অনুপ মাঝি ওরফে লালার শ্বশুরবাড়িতে হানা দেন গোয়েন্দারা | সূত্রের খবর, সেখান থেকে বেশ কিছু তথ্যও হাতে পেয়েছে সিবিআই |তার ভিত্তিতেই আসানসোলে জয়দেব মণ্ডলের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা | অন্যদিকে পুরুলিয়ায় লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী গুরুপদ মাজির বাড়ি ও অফিস সমেত চার জায়গায় হানা দেন তাঁরা | সিবিআই সূত্রে খবর, এই দুই ব্যক্তি কয়লা সিন্ডিকেটের সঙ্গে জড়িত |

অভিযোগ, পুরুলিয়ায় এখনও ভালই প্রভাব রয়েছে গুরুপদ মাজির | লালার ব্যবসায় অংশীদার হওয়ার সুবাদেই এই প্রতিপত্তি বলে মনে করেন অনেকে| কয়লা কাণ্ডে এদিন কলকাতা, পুরুলিয়া, আসানসোল, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার মোট ১০ জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি | বাঁকুড়ার মেজিয়ার তারাপুরের এক স্টিল ফ্যাক্টরিতেও এদিন হানা দিয়েছেন গোয়েন্দারা | এই কারখানার প্রধান দফতর আবার কলকাতার লেনিন সরণিতে|২২ মার্চের মধ্যে বিনয় মিশ্রকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে | এর মধ্যে হাজিরা না দিলে বিনয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে | আজই জারি হয়েছে এই নির্দেশিকা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *