প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ওএমআর শিটের খোঁজে সার্দান অ্যাভিনিউতে হানা দিল সিবিআই। তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কম্পিউটার ও সাইবার বিশেষজ্ঞ।বার বার প্রশ্ন উঠেছে, ওএমআর স্ক্যান করে যে সার্ভারে রাখা হয়েছিল, তা গেল কোথায়? সিবিআই সূত্রে জানা গিয়েছে, যে সার্ভারে ওএমআরের নথি রাখা হয়, তা ২০১৭ সালে বদলে ফেলা হয়। দাবি করা হয়, সার্ভার ‘ক্র্যাশ’ করেছিল। সিবিআই এই টেট দুর্নীতিকাণ্ডে যাঁদের জেরা করেছে, তাঁরা এই সার্ভার ‘ক্র্যাশ’ করার দাবি করেছেন দাবি। যে হার্ড ডিস্কে তথ্য ছিল, সেটাকেও ২০১৭-১৮ সালে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয় বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। এস বসু রায় অ্যান্ড কোম্পানির অংশীদার গৌতম মাজি ওই হার্ড ডিস্ক ভেঙে ফেলার জন্য নির্দেশ দেন বলেও অভিযোগ। সেই কারণে নষ্ট করা হয় বলে নথিতে দাবি করেছে সিবিআই। গৌতম প্রয়াত হয়েছেন। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, টেক্সট ফাইল হিসাবে ওএমআরের যে নথি রেখে দেওয়া হয়েছিল, তা সময়ে সময়ে বদলে দেওয়া হয়। এ ভাবেই ২০১৪ সালের টেটের আসল তথ্য ‘বিকৃত’ বা ‘নষ্ট’ করা হয়েছে বলে সিবিআইয়ের ওই সূত্রের দাবি।ইতিমধ্যেই আদালতে একাধিক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অলআউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজনে সরকারি বা বেসরকারি যে কোনও সংস্থার সহযোগিতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এথিক্যাল হ্যাকারদের সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে। এর পরই মঙ্গলবার সকাল সার্দান অ্যাভিনিউতে এস বসু রায় অ্যান্ড কোম্পানির দপ্তরে যান সিবিআই আধিকারিকরা। সঙ্গে নিয়ে যান সাইবার ও কম্পিউটার বিশেষজ্ঞদের। যদিও তাঁরা কোনওভাবে ওএমআরের নথি উদ্ধার করতে পারছে কি না, তা জানা যায়নি।