প্রসেনজিৎ ধর :-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার জেরে ফুটপাথ ‘জবরদখলমুক্ত’ করতে কয়েকদিন ধরে রাজ্য জুড়ে ময়দানে নেমেছে প্রশাসন | অবৈধভাবে সরকারি জমি ‘দখল’ করে থাকা ব্যবসায়ীদের দোকান সরানোর নির্দেশ দেয় পুলিশ | আর সেইমতো রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক অস্থায়ী দোকান উচ্ছেদে নেমেছে বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতগুলো | তেমনই হকার উচ্ছেদে নেমেছিল উত্তরপাড়া কোতরং পৌরসভা | উত্তরপাড়া কোতরং পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের নেতৃত্বে উত্তরপাড়া স্টেশন রোড, উত্তরপাড়া হাসপাতাল এবং জিডি রোডের উপর কিছু অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছিল এবং কিছু দোকান ভেঙে দেওয়া হয়েছিল|উত্তরপাড়ায় হকার উচ্ছেদ হলেও কলেজের সামনে জিডি রোডের পাশে এক প্রভাবশালী ব্যক্তির ‘গ্রীন টু চিল’ নামক ফুটপাথ দখল করে বসা দোকানটি ভাঙা বা উচ্ছেদ কিছুই করা হয়নি |বরং মহা সাড়ম্ভরে চলছে এই দোকানটি| আশেপাশের এত দোকান ভাঙা হলেও তা চোখে পড়েনি উত্তরপাড়া কোতরং পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের | তা নিয়ে প্রশ্নও তুলেছে বিরোধী দলগুলো |যদিও উত্তরপাড়া কোতরং পৌরসভার চেয়ারম্যান জানান, সরকারক রিপোর্ট পাঠিয়ে দেবো সরকার যা নির্দেশ দেবে তা পালন করবো | এদিকে এই প্রভাবশালী ব্যক্তির ফুটপাথ দখল করে বসে থাকা দোকান চালানোকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়|