বিশ্বজিৎ নাথ :- পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই ছাত্রের। বুধবার বেলায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে টিটাগড় তালপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দেরি করে স্কুলে যাওয়ায় এদিন পাঁচ ছাত্রকে স্কুলে ঢুকতে দেয়নি টিটাগড় আঙলো ভার্নাকুলার স্কুল কর্তৃপক্ষ। এরপর ওই পাঁচ ছাত্র সোজা চলে তালপুকুর এলাকার চাতাল পুকুরে। স্নান করতে নেমে সুজল সাউ ও রৌনক সাউ গভীর জলে তলিয়ে যায়। বাকি তিন ছাত্র ওই দুজনকে পুকুর থেকে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। একজন নবম ও আরেকজন দশম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। ওঁদের বাড়ি টিটাগড় পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। পুরপ্রধান কমলেশ সাউ জানান, মর্মান্তিক ঘটনা। দুইজন ছাত্র পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মারা গিয়েছে। বাকি তিন বন্ধু জল থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
Hindustan TV Bangla Bengali News Portal