Breaking News

আড়িয়াদহ কাণ্ডে মুখ খুললেন মমতা! ‘ভুল’ ধরালেন অর্জুন সিং

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুম্বই যাওয়ার পথে আড়িয়াদহ নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, যে ভিডিয়ো ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে, সে ভিডিয়ো পুরনো, সে সময় সাংসদ ছিলেন অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। বৃহস্পতিবার বিশেষ বিমানে মুম্বই উড়ে যান তিনি। তবে তার আগে বড় মন্তব্য করলেন মমতা বন্দোপাধ্যায় | আড়িয়াদহর ভাইরাল সিরাজকে নিয়ে মুখ খুললেন মমতা বন্দোপাধ্যায়। ঝড়ের গতিতে কীভাবে আড়িয়াদহের জয়ন্তের উত্থান হল? তাঁর বিশাল অট্টালিকা, বিলাসবহুল গাড়ি কীভাবে এল? তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে এই বিষয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘২০২১ সালের ঘটনা নিয়ে ভোট ড্যামেজের চেষ্টা। অর্জুন সিংহর সময়ের ঘটনা ওটা। যারা অই ঘটনা ঘটিয়েছে তারা জেলে।’বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করার জন্য গত ৭২ ঘণ্টা ধরে এক তরফাভাবে একই নিউজ দেখিয়ে গিয়েছেন। অথচ সেই সময় অর্জুন সিং ছিলেন ওখানকার সাংসদ। যারা করেছিল তারা গ্রেফতার হয়ে এখনও জেলে আছে। আর কোনও খবর নেই। একটাই খবর। তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল। একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। ২৯ জন গ্রেফতার হয়েছে।”যদিও এ প্রসঙ্গে পাল্টা অর্জুন সিং বলেন, “বাংলার মানুষের দুর্ভাগ্য এটাই যে মুখ্যমন্ত্রী জানেন না বেলঘরিয়া ব্যারাকপুরের মধ্যে পড়ে নাকি দমদমের মধ্যে পড়ে। দমদমের সাংসদ সৌগত রায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর জয়ন্ত একটা ডাকাত একটা চোর, যে ২০২১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তাণ্ডব করেছিল, ২০২২-এ পুরসভাতেও তাণ্ডব চালিয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *