দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কথা থাকলেও বৃহস্পতিবার নিট-ইউজি সংক্রান্ত মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে। এক সপ্তাহের জন্য পিছিয়ে গেল মামলার শুনানি। ১৮ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে।নিট-ইউজিতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে দেশ জুড়ে। ইতিমধ্যেই প্রশ্ন বিক্রির অভিযোগে কয়েক জনকে গ্রেফতার করেছে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এই আবহে ২০২৪-এর নিট-ইউজি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে ৬ জুলাই থেকে কাউন্সেলিং শুরুর কথা থাকলেও শীর্ষ আদালতের নির্দেশে তা পিছিয়ে দেওয়া হয়েছে।এই আবহে বৃহস্পতিবার সিবিআইয়ের হলফনামা বিষয়টিকে লঘু করার চেষ্টা কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। এই মামলায় আগেই কেন্দ্রের তরফে হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানানো হয়েছিল, পরীক্ষা বাতিল করার কোনও যুক্তি নেই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুক্তি ছিল, পুরো পরীক্ষা বাতিল হলে লক্ষ লক্ষ সৎ পরীক্ষার্থী বিপদে পড়বেন। বৃহস্পতিবার শীর্ষ আদালতের কাছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে কাউন্সেলিং চালুর আনুমতি চাওয়া হয়েছে।নিট কাণ্ডে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কিন্তু মামলাকারীদের বক্তব্য তারা সেই হলফনামার কপি এখনও হাতে পাননি। সেই কারণে তাঁদের বাড়তি সময় দিয়েছে আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এক সপ্তাহের জন্য এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে। আগামী ১৮ জুলাই ফের এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।