সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর :- নির্বাচন আসন্ন | তার ঠিক আগেই পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকায় বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় | খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে | পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খেজুরির ২নং ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের মুন্ডমারাই গ্রামের ফাঁকা মাঠের পাশের একটি ঝোপের ভেতর প্লাস্টিকের ২টি কৌটো লুকিয়ে রাখতে দেখা যায় | সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় খেজুরি থানায় | পুলিশ এসে কৌটোগুলি খুলে ভেতর থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে| এরপরেই বোমাগুলিকে বালতির জলে ডুবিয়ে নিষ্ক্রিয় করার পর সেগুলি থানায় নিয়ে যাওয়া হয় | এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয় | তৃণমূলের ব্লক সহ সভাপতি শ্যামল মিশ্রের অভিযোগ, বোমাগুলি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বানিয়েছে | তবে গ্রামবাসীরা জেনে যাওয়ায় সেগুলিকে জঙ্গলে লুকিয়ে রাখার চেষ্টা হয়েছিল | এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন | অন্যদিকে গোটা ঘটনায় তৃণমূলকেই দোষীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি নেতৃত্বরা |বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ কুমার চক্রবর্তীর দাবী, এলাকায় সন্ত্রাস তৈরি করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমা মজুদ করেছিল |