দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাত পোহালেই একুশে জুলাই। শহিদ তর্পণ করবেন তৃণমূল কংগ্রেসের নেতা–নেত্রীরা। তবে এবারের একুশে জুলাই যে অন্যান্যবারের থেকে পৃথকমাত্রা যোগ করবে সেটা আগেই বোঝা গিয়েছিল। কারণ লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য এবং উপনির্বাচনে বিজেপিকে বাংলার মাটিতে পর্যদুস্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই একুশে জুলাইয়ের মঞ্চে বড় চমক থাকবে সেটা অনুমান করা হচ্ছিল। এবার সেটা বাস্তবায়িত হতে চলেছে। আগামীকাল, রবিবার একুশে জুলাইয়ের মঞ্চে থাকছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। উত্তরপ্রদেশে বিজেপিকে ধরাশায়ী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবার সাড়া দিয়ে রবিবার কলকাতায় আসবেন অখিলেশ।অখিলেশ যে ওই সভায় আসবেন, শনিবার তা জানিয়েছেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক তথা বাংলার প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। অখিলেশের উপস্থিতিতে একুশে জুলাইয়ের মঞ্চে বিজেপি বিরোধী ঐক্যের সুর নিঃসন্দেহে আরও জোরালো ভাবে বাজবে। সভায় থাকবেন কিরণময়ও। শনিবার পর্যন্ত যা খবর, রবিবার সকালে বিমানবন্দর থেকে সরাসরি অখিলেশ-কিরণময় পৌঁছে যাবেন ধর্মতলার মঞ্চে। মমতার সভায় বক্তৃতা করবেন অখিলেশ। সভা শেষে আবার দিল্লি ফিরবেন সমাজবাদী পার্টির প্রধান।মমতা শনিবার তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন,“২১ জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিএমের নির্দেশে সে দিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই ২১ জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। ২১ জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ।” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এক্স হ্যান্ডলে আরও লিখেছেন, “প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালবাসায় আমরা বীর সেই শহিদদের তর্পণ করি। শুধু তাঁরাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের সবাইকে এই দিনে আমরা স্মরণ করি। সেই সঙ্গে আমরা এই দিনটিকে মা-মাটি-মানুষ দিবস হিসেবে পালন করি। নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয়, তাকে মানুষের উদ্দেশে উৎসর্গ করি। সে জন্যও এদিন বিশেষ তাৎপর্যপূর্ণ।”