দেবরীনা মণ্ডল সাহা :- প্রকাশ্য দিবালোকে মালদা গাজোল সমবায় ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটল। বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ব্যাঙ্কের ক্যাশিয়ার। আজ, বুধবার গাজলের একটি সমবায় ব্যাঙ্কে হানা দিয়ে ক্যাশিয়ারকে গুলি করে প্রায় সাড়ে চার লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেল ডাকাতরা। ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। ভরদুপুরে সমবায় ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। এই দুঃসাহসিক ডাকাতি পূর্ব–পরিকল্পিত বলে মনে করছে পুলিশ| দিনেদুপুরে সমবায় সমিতিতে ডাকাতি। ঘটনা মালদহের গাজোলের কেষ্টপুর সমবায় ব্যাঙ্কের । গুলিবিদ্ধ ব্যাঙ্ক ক্যাশিয়ার। পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের। আহতকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তড়িঘড়ি তাঁকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যাচ্ছে ৭-৮ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাঙ্কে ঢুকে পড়ে। প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ডাকাতরা। দুষ্কৃতীদের পিছু নেয় পুলিস। জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাঙ্ক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মন্ডল। বয়স ৩৫, বাড়ি শিক্ষক পল্লী এলাকায় | জানা গিয়েছে, এ দিন বেলা দুটো নাগাদ মালদহের গাজোলের কৃষ্ণপুর সমবায় ব্যাঙ্কে হানা দেয় সাত থেকে আট জন দুষ্কৃতী৷ একটি গাড়িতে করে ব্যাঙ্কের সামনে হাজির হয় তারা৷ এর পর সশস্ত্র অবস্থায় দু জনকে পাহারায় রেখে ব্যাঙ্কের ভিতরে প্রবেশ করে বাকিরা৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হাতে আগ্নেয়াস্ত্র এবং ব্যাগ নিয়ে ব্যাঙ্কের ভিতরে প্রবেশ করছে দুষ্কৃতীরা৷ প্রত্যেকেরই মুখ ছিল কাপড় দিয়ে ঢাকা, চোখে ছিল কালো রংয়ের চশমা৷ এই ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।প্রায় ৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা ।পলাতক ডাকাতদের খোঁজে চলছে পুলিশের তল্লাশি অভিযান। গুলি লাগে ব্যাঙ্কের ক্যাশিয়ারের পেটে। আহত ক্যাশিয়ারকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব এই ডাকাতির বিষয়ে বলেন, ‘পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ ধরে দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে। আর জেলাজুড়ে নাকা চেকিং শুরু হয়েছে।’দুষ্কৃতীরা ব্যাঙ্কের সিন্দুক খোলার সময়ই অ্যালার্ম বেজে ওঠে৷ এর পরেই ব্যাঙ্ক ছেড়ে বেরিয়ে যায় দুষ্কৃতীরা৷ অভিযোগ, ডাকাতি করে পালানোর সময় পথ বাধামুক্ত করে পর পর কয়েকটি বোমাও ছোড়ে তারা ৷ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে দুষ্কৃতীরা চম্পট দেয়৷ আহত ব্যাঙ্ককর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পলাতক দুষ্কৃতীদের খোঁজে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ৷ আশেপাশের থানাগুলি এবং সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷