Breaking News

বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় স্লোগান বাঁধলেন মুখ্যমন্ত্রী!বাজেটে ‘উত্তরবঙ্গ-বঞ্চনা’ নিয়েও আক্রমণ মমতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিজেপির বিরুদ্ধে আবার বাংলা ভাগ করার চক্রান্তের অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই ইস্যুতে সরব হয়েছে। এবার এই প্রসঙ্গে সোমবার বিধানসভায় ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কেউ আসুক বাংলা ভাগ করতে, দেখা যাবে কার কত দম। দু’দিন আগে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়ে ‘বাংলা ভাগ’ বিতর্কে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভাতেও বিজেপি নেতাদের বঙ্গভঙ্গ সংক্রান্ত দাবিদাওয়ার প্রতিবাদে সুর চড়ালেন তিনি। বিধানসভাকে এড়িয়ে রাজ্যভাগের কথা বলা যাবে না, এ কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘‘আসুক বাংলা ভাগ করতে। দেখিয়ে দেব কী করে রুখতে হয়!’’ মমতার কথায়, ”আগে আমি এসব দেখিনি। এই বিজেপি সরকার আসার পরই এটা দেখছি। নির্বাচন আসলেই শুধু বিভাজনের প্রশ্ন। ভোট এলেই বিজেপি বাংলা ভাগ করার কথা বলে। গোর্খাদের, জনজাতিদের আলাদা করে দিতে চায় তারা। এমনকি তফশিলি, মতুয়াদের আলাদা করার ভাবনাও নেয় তারা। কিন্তু বাংলায় কোনও ভাগাভাগির প্রশ্ন নেই”, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, বিধানসভাকে এড়িয়ে বাংলা ভাগের কথা বলা যাবে না। এক্ষেত্রে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিধানসভায় আলোচনা চেয়েছেন তিনি। দাবি করেছেন, ভোটাভুটি হোক তখন দেখা যাবে কার কত দম। মুখ্যমন্ত্রীর কথায়, ”কাজ আমরা করি। আর ভোটের সময় বিজেপি শুধু বাংলা ভাগ করার কথা বলে! শুধু আদিবাসী, গোর্খা, রাজবংশীদের আলাদা করে দেয়। যারা বলে আমরা কাজ করিনি, তারা নিজেরা কী করেছে, সেটা আগে দেখান।”এর পর তিনি মূল বার্তা দেন। বলেন, ”বাংলা ভাগ তো হবেই না। এর বিরুদ্ধে যাঁরা আলোচনা করছেন, তাঁরা বিধানসভায় দাঁড়িয়ে বলুন। ভোটাভুটি হোক। গণতান্ত্রিক সিদ্ধান্ত কোন দিকে যায়, দেখে নিন। এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল, ভাগাভাগির দল। আমি এদের মানি না। বিবিধের মাঝে মিলন মহান। এটাই আমাদের মেরুদণ্ড, সংবিধানের মেরুদণ্ড। এর বাইরে কেউ যেতে পারে না। স্লোগান হবে একদিন, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই, আপনাকে চাই না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *