Breaking News

রাঙাপানিতে আবারও রেল দুর্ঘটনা,এবার লাইনচ্যুত মালগাড়ি!উদ্বিগ্ন মমতা বন্দোপাধ্যায়

দেবরীনা মণ্ডল সাহা :-রাঙ্গাপানিতে লাইনচ্যুত ট্রেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে ফাঁসিদেওয়ায় ফের রেল দুর্ঘটনা। এবার ফাঁসিদেওয়ার রাঙাপানি রেল স্টেশনের কাছে বেলাইন হল মালগাড়ির দুটি বগি। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ লাইনচ্যুত মালগাড়ি। তবে সঠিক কী কারণে এই ঘটনা তা স্পষ্ট নয়। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। জানা গিয়েছে ডাউন গাড়ি রাঙ্গাপানির এনআরএল এ তেল নেওয়ার জন্য ঢুকছিল। সেই সময় দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। যার ফলে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। একই জায়গায় বারংবার রেল দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মালগাড়ির লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য উদ্যোগ নেন। একই জায়গায় বারবার দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে রেল কর্তৃপক্ষ। স্থানীয়সূত্রে জানা গেছে, তেলবোঝাই মালগাড়িটির দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কেউ হতাহতও হননি। দেড় মাস আগে রাঙাপানির ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি মালগাড়ি। দুর্ঘটনায় ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। একই জায়গায় ফের কী করে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।রাঙাপানির দুর্ঘটনা নিয়ে আজ টুইটে মমতা লিখেছেন, “উত্তরবঙ্গের সেই একই এলাকা ফাঁসিদেওয়া/রাঙাপানিতে আজ আরেকটি রেল দুর্ঘটনা ঘটেছে, যেখানে মাত্র ছয় সপ্তাহ আগে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল ! যা ঘটছে তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন !!”রেল সূত্রে জানা গিয়েছে, চটহাট স্টেশন পার করার পর রাঙাপানি থেকে একটি ডাউন লাইন নুমরিগর রিফাইনারিতে যায় । ট্রেনটি রাঙাপানি থেকে বাঁক নিয়ে রিফাইনারির দিকে যাওয়ার সময় মাঝের দুটো কামরা লাইনচ্যুত হয়| এই খবর পাওয়া মাত্র নিউ জলপাইগুড়ি লোকো শেড থেকে রিকভারি ইঞ্জিন ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন | দ্রুত কামরা দুটিকে ফের লাইনে তোলার কাজ শুরু হয়েছে | এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, “একটি মালগাড়ির দুটো কামরা লাইনচ্যুত হয়েছে বলে জেনেছি । পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে | খুব একটা বেশি সময় লাগবে না বলে ধারণা ।” তবে ফের প্রায় একই জায়গায় এদিন মালবাহী ট্রেনের বেলাইন হওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *