নিজস্ব সংবাদদাতা :- মেয়রের ছবি ব্যবহার করে কাউন্সিলরদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই মঙ্গলবার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এর পরই হোয়াটসঅ্যাপ থেকে মেয়রের ছবি বদলে দেন ওই অভিযুক্ত।শিলিগুড়িতে মেয়র গৌতম দেবের নাম করে একাধিক কাউন্সিলরের কাছে টাকা চাইছে প্রতারকেরা। উঠে আসছে এমনই অভিযোগ। একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গৌতম দেবের ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে বলে খবর। যে নম্বরটি দিয়ে ওই অ্যাকাউন্ট খোলা তারই ডিসপ্লে পিকচারে রয়েছে গৌতম দেবের ছবি। নামের জায়গাতেও তাঁরই নাম লেখা। ওই নম্বর থেকেই কংগ্রেস, সিপিএম, বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের কাছে ম্যাসেজ পাঠানো হচ্ছে। এদিন বোর্ড সভায় এ নিয়ে বিস্তারিত জানান বিজেপি কাউন্সিলর শালিনী ডালমিয়া। তিনিও জানান, সকালে মেসেজ করে টাকা চাওয়া হয়েছে। একই অভিযোগ জানান তৃণমূল কাউমসিলর সঞ্জয় শর্মাও। টাকা চাওয়ার কথা শোনা যায় তাঁর মুখে। এদিকে এ খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে এলাকার রাজনৈতিক মহলে। বিষয়টা যে হচ্ছে তা মানছেন মেয়র গৌতম দেবও। বলেন, “কংগ্রেস কাউন্সিলরের কাছেও টাকা চাওয়া হয়েছে। আমার ছবি ব্যবহার হচ্ছে।”গৌতম দেব জানতে পারেন, হোয়াটসঅ্যাপে তাঁর ছবি ব্যবহার করে অনৈতিক কাজ করা হচ্ছে। কাউন্সিলরদের কাছ থেকে বিশেষ প্রয়োজনের নাম করে টাকা চাওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন। অভিযোগ দায়ের করেন। এর পরই ওই ফোন নম্বর থেকে মেয়রের ছবি সরিয়ে দেওয়া হয়।জানা গিয়েছে, শিলিগুড়ির পাঁচজন বোরো চেয়ারম্যানের নামেও এভাবে মেসেজ করে টাকা চাওয়া হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
Hindustan TV Bangla Bengali News Portal